Agricultural Department Recrutient: রাজ্য়ের কৃষি দফতরে নিয়োগ চলছে, কোন যোগ্যতায় করা যাবে আবেদন?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 20, 2023 | 8:30 AM

Agricultural Department Recrutient: রাজ্যের কৃষি দফতরে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। ৩০ মার্চ অবধি করা যাবে আবেদন।

Agricultural Department Recrutient: রাজ্য়ের কৃষি দফতরে নিয়োগ চলছে, কোন যোগ্যতায় করা যাবে আবেদন?
প্রতীকী ছবি

Follow Us

রাজ্য সরকারের সংস্থায় আরও একটি নিয়োগের সুযোগ। চুক্তিভিত্তিতে রাজ্য সরকারের কৃষি দফতরে (Agricultural Department) কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মর্মে কৃষি দফতরের তরফে নিয়োগেরও বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার বাসিন্দারা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-

নিয়োগকারী সংস্থা:

কৃষি দফতর

পদের নাম:

টেকনিক্যাল এক্সপার্ট বা প্রযুক্তি বিশেষজ্ঞ পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ:

১ টি পদে নিয়োগ করা হচ্ছে

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কৃষি/ হর্টিকালচার/অ্য়ানিম্যাল হাসবেন্ড্রি/ফরেস্ট্রিতে স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বেতন:

প্রতি মাসে ২৫ হাজার টাকা

পদের নাম:

ডেটা এন্ট্রি অপারেটর

মোট শূন্যপদ:

১ টি পদে নিয়োগ করা হচ্ছে

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:

৭,৫০০ টাকা মাসিক বেতন

পদের নাম:

WDT

মোট শূন্যপদ:

১১ টি পদে নিয়োগ করা হচ্ছে (Livelihood- ১ টি, ইঞ্জিনিয়ারিং-৫ টি, সোশ্য়াল ওয়েলফেয়ার- ২টি, মাইক্রো এন্টারপ্রাইজ-৩ টি)

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ করতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:

১০,০০ টাকা মাসিক বেতন

বয়সসীমা:

সব পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :

অনলাইন

আবেদনের শেষ তারিখ:

৩০ মার্চ

নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

আর আবেদন করতে ক্লিক করুন

 

Next Article