নয়া দিল্লি: সেপ্টেম্বর মাসে নতুন চাকরিতে যোগ দিচ্ছেন? দিল্লিতে পোস্টিং হবে? তবে আপনার জন্য রয়েছে ভাল খবর। মাসের শুরুতেই আপনি পাবেন টানা তিনদিন ছুটি। অন্য কোনও রাজ্যে গেলে কিন্তু এই ছুটি মিলবে না। শুধুমাত্র দিল্লিতেই মিলবে লম্বা উইকএন্ডের ছুটি। শুক্রবার থেকে রবিবার অবধি ছুটি। কেন জানেন?
দিল্লিতে হতে চলেছে জি-২০ সম্মেলন। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দান কনভেনশন সেন্টারে এই বৈঠক হবে। জি-২০ সামিটে যোগ দিতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আর সেই কারণেই টানা তিনদিন ছুটি দেওয়া হয়েছে। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। সরকারি, বেসরকারি অফিসও বন্ধ রাখতে বলা হয়েছে। দোকানপাট, এমনকী ব্যাঙ্কও খোলা থাকবে না এই তিনদিন।
মঙ্গলবারই দিল্লি সরকারের তরফে সমস্ত দোকান, ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে সমস্ত কর্মীদের জন্য এই তিনদিন ‘পেইড হলিডে’ দিতে নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ এই তিনদিন কর্মীরা যেমন ছুটি পাবেন, তেমনই আবার তাদের বেতনও কাটা হবে না এই ছুটির জন্য।
দিল্লি সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “৮ থেকে ১০ সেপ্টেম্বর সমস্ত দোকান, ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনদিন সমস্ত কর্মীদের বেতনসহ ছুটি দেওয়া হবে।”
প্রসঙ্গত, দিল্লিতে জি-২০ সম্মেলনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি সিআরপিএফ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। ব্য়বহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।