
নয়া দিল্লি: প্রতিনিয়ত দূষণ বেড়েই চলেছে দেশে। আর এই দূষণ রুখতেই নানা পদ্ধতি নিয়ে পড়াশোনা-গবেষণা করছেন বিশেষজ্ঞরা। দূষণ প্রতিরোধ করার ক্ষেত্রেও রয়েছে কর্মসংস্থানের সুযোগ। এমনই সুযোগ দিচ্ছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি। দিল্লি পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাসিস্টেন্ট এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ-এ পোস্টে মোট ৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ৫টি শূন্য়পদ জনজাতি, ২টি শূন্যপদ উপজাতি ও ১০টি শূন্যপদ ওবিসির জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও ৩টি শূন্যপদ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য় সংরক্ষিত থাকবে।
বেতন- এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১৫ হাজার ৬০০ টাকা থেকে ৩৯ হাজার ১০০ টাকা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে শূন্যপদে আবেদন করতে হবে।