DSSSB Recruitment 2023: ১ লক্ষ টাকা অবধি বেতন, এই পুরসভায় চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 28, 2023 | 6:00 AM

Recruitment 2023: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১০৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনে ৮৯ জনকে নিয়োগ করা হবে, নয়া দিল্লি মিউনিসিপাল কাউন্সিলে নিয়োগ করা হবে ১৯ জনকে।

DSSSB Recruitment 2023: ১ লক্ষ টাকা অবধি বেতন, এই পুরসভায় চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: নতুন বছরে চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। হর্টিকালচার বিভাগে সেকশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ৯ জানুয়ারি থেকে শূন্যপদে আবেদন শুরু হচ্ছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি। আগ্রহী আবেদনকারীরা সরাসরি DSSSB-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন।

দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১০৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনে ৮৯ জনকে নিয়োগ করা হবে, নয়া দিল্লি মিউনিসিপাল কাউন্সিলে নিয়োগ করা হবে ১৯ জনকে।

বেতন-

এই শূন্য়পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা অবধি হতে পারে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে ন্য়ূনতম বয়স ১৮ বছর। সর্বাধিক বয়স ৩২ বছর ধার্য করা হয়েছে। তবে যারা দিল্লি মিউনিসিপাল কাউন্সিলে যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৭ বছর ধার্য করা হয়েছে।

আবেদন ফি-

এই শূন্য়পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

 

Next Article