
চলছে আইআইটি এবং এনআইটি-র বি.টেক কোর্সে ভর্তির জন্য জোসা কাউন্সেলিং প্রক্রিয়া। আইআইটি-র বি.টেক প্রোগ্রামে ভর্তি জেইই অ্যাডভান্সড ২০২৫ এবং এনআইটি-তে জেইই মেইনস ২০২৫-এর স্কোর ও র্যাঙ্কের মাধ্যমে হবে।
আইআইটি এবং এনআইটি-তে গুগল ও মাইক্রোসফট-এর মতো বহুজাতিক কোম্পানিগুলিও নিয়মিত আসে। ক্যাম্পাসিং-এর মাধ্যমে চাকরির সুযোগ পায় ছাত্র-ছাত্রীরা। তাই আইআইটি বা এনআইটিতে পড়ার সুযোগ খোঁজেন পড়ূয়ারা। তবে গুগল বা মেটা এলেই তো আর হল না। পড়ূয়ার যোগ্যতা না থাকলে চাকরি জুটবে না। তবে এই ক্ষেত্রে একটি বিশেষ ঘটনা লক্ষ করা যায়। গুগলের মতো সংস্থা যখন আসে, তাঁরা একটি বিশেষ স্টিমের বি.টেক ছাত্র-ছাত্রীদের নেওয়ার ক্ষেত্রে বেশি নজর দেন। জানেন কোন স্ট্রিম থেকে গুগলে চাকরি পাওয়ার হার বেশি?
গুগল একটি সফটওয়্যার কোম্পানি। তাই কম্পিউটার সায়েন্স (CS) থেকে বি.টেক করা প্রার্থীদের জন্য এখানে চাকরির সুযোগ সবচেয়ে বেশি থাকে। এই প্রার্থীরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, AI, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি-এর মতো ক্ষেত্রে কাজ করতে পারেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গুগল বি.টেক CS গ্র্যাজুয়েটদের অন্যান্য শাখার তুলনায় বেশি হায়ার করে। বি.টেক CS-এর পর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) ব্রাঞ্চ থেকেও গুগল হায়ার করে।
Google Hiring – এই ব্রাঞ্চ থেকেও নিয়োগ হয়
গুগল ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখা থেকেও গ্র্যাজুয়েটদের নিয়োগ করে। ডেটা সায়েন্স এবং AI-তে বিশেষজ্ঞ গ্র্যাজুয়েটরা ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং AI মডেল তৈরির ক্ষেত্রে কাজ করতে পারেন। তাই এই শাখা থেকেও নিয়োগ হয়। একইভাবে, বি.টেক IT ব্রাঞ্চ থেকেও গুগল প্লেসমেন্ট করে।
Google Placement – কোন IIT এবং NIT থেকে গুগল বেশি প্লেসমেন্ট করে?
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুগল IIT মাদ্রাজ, দিল্লি, বম্বে, কানপুর, খড়গপুর এবং রুরকির মতো প্রতিষ্ঠান থেকে বেশি হায়ার করে। এছাড়াও, IIT হায়দরাবাদ এবং বিহইউ থেকেও গুগল নিয়োগ করে। অন্যদিকে, NIT এবং IIIT-এর ছাত্রছাত্রীদের মধ্য থেকেও গুগল প্লেসমেন্ট করে।
Google Jobs Search – কীভাবে গুগলে চাকরি খুঁজবেন?
গুগলে কোন পোস্টের জন্য চাকরি বেরিয়েছে বা কী যোগ্যতা চাওয়া হয়েছে, তা জানার জন্য প্রার্থীরা গুগলের অফিসিয়াল কেরিয়ার ওয়েবসাইট careers.google.com-এ গিয়ে বিস্তারিত জানতে পারেন। এছাড়াও, লিঙ্কডইন ও অন্যান্য জব সার্চিং সাইটেও গুগলে চাকরির তথ্য পাওয়া যায়।