নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(Defence Research and Development Organization), যা সংক্ষেপে ডিআরডিও(DRDO)-র তরফে প্রকাশিত করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, মোট ৬২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
ডিআরডিও-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ জুন থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৮ জুন অবধি এই শূন্যপদে আবেদন জানানো যাবে। এক বছরের জন্য এই শূন্যপদে আবেদন করা হবে।
মোট ৬২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ২৮ জনকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ২৩জনকে ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ১১ জনকে নিয়োগ করা হবে।
আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক, ডিপ্লোমা বা আইটিআই পাশ হতে হবে। এছাড়া ২০২১, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে যারা পাশ করেছেন, তারাও এই শূন্য়পদে আবেদন করতে পারেন। তবে যারা স্নাতকোত্তর, তারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন না।
অ্যাকাডেমিক মেরিট, লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।