নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organization) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ডিআরডিও(DRDO)-র তরফে জানানো হয়েছে, অ্যাপেন্ট্রিস (Apprentice) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অনলাইনে ডিআরডিও-র ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, মোট ৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস হিসাবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৩০ মে।
স্নাতক ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস- মোট ৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- মোট ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যারা স্নাতক অ্যাপ্রেন্টিস পদে আবেদন করবেন, তাদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬.৩ সিজিপিএ নিয়ে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস- যারা এই পদে আবেদন করবেন, তাদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
ডিআরডিও-র তরফে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
মোট ১২ মাসের জন্য এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।