DRDO CEPTAM Recruitment 2022: ডিআরডিও-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, কীভাবে আবেদন করবেন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 04, 2022 | 1:30 AM

DRDO: প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি এবং টেকনিশিয়ান-এ পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে।

DRDO CEPTAM Recruitment 2022: ডিআরডিও-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, কীভাবে আবেদন করবেন জেনে নিন
ছবি: ফাইল চিত্র

Follow Us

যেসব যুবক-যুবতীরা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য সুখবর। ভারত সরকারে অধীনস্থ সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি এবং টেকনিশিয়ান-এ পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু করে ২৩ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্য এক নজরে জেনে নেওয়া যাক।

বেতন

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি: ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা প্রতিমাসে

টেকনিশিয়ান-এ: ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা প্রতিমাসে

শিক্ষাগত যোগ্যতা

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি: আবেদনকারীকে বিজ্ঞানে স্নাতক হতে হবে অথবা ইঞ্জিনিয়ারিংস, টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট এলাকাতে ডিপ্লোমা পাস হতে হবে।

টেকনিশিয়ান-এ: এই পদে আবেদনের আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই আপনাকে ডিআরডিও অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in এ চলে যেতে হবে।

এবার CEPTAM recruitment link-এ ক্লিক করতে হবে।

যাবতীয় তথ্য দিয়ে দিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে।

ফর্ম ফিল আপ করে তা Submit-এ ক্লিক করতে হবে।

এবার ফর্ম ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহার করার জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

Next Article