DRDO Recruitment 2025: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কাজের সুযোগ! কারা আবেদন করতে পারবেন?

DRDO Recruitment 2025: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) গ্রুপ 'B' বিভাগের ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আপনিও কি দেশ দেবা করতে DRDO-তে চাকরি করতে চান?

DRDO Recruitment 2025: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কাজের সুযোগ! কারা আবেদন করতে পারবেন?

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 04, 2025 | 7:29 PM

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) গ্রুপ ‘B’ বিভাগের ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আপনিও কি দেশ দেবা করতে DRDO-তে চাকরি করতে চান? আগ্রহী প্রার্থীরা rac.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার (RAC)-এর মাধ্যমে মোট এইবারে মোট ১৫২টি পদে নিয়োগ করা হবে। কারা কারা আবেদন জানাতে পারবেন? কোথায় কটি পদ আছে? জানুন বিস্তারিত।

কোথায় কোথায় শূন্যপদ?

১। DRDO-তে Scientist ‘B’ – ১২৭টি পদ

২। ADA-তে Scientist বা Engineer ‘B’ – ৯টি পদ

৩। Encadred পদে Scientist ‘B’ – ১৬টি পদ

কীভাবে আবেদন করবেন?

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://rac.gov.in।

২. আপনার ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন।

৩. রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

৪. প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্র পূরণ করুন। ভাল করে সব দেখে নেবেন।
৫. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন, ফি জমা দিন এবং ফর্ম সাবমিট করুন।

৬. নিশ্চিতকরণ পৃষ্ঠা প্রিন্ট করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের বাছাই করা হবে GATE স্কোরের ভিত্তিতে ১:১০ অনুপাতে।

প্রতিটি ডিসিপ্লিন ও ক্যাটেগরির ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

প্রার্থীদের RAC ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত তারিখ অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য একটি পছন্দের তারিখ বেছে নিতে হবে।

চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া

১। GATE স্কোরের উপর ৮০% ওজন

২। পার্সোনাল ইন্টারভিউর উপর ২০% ওজন অনুযায়ী ডিসিপ্লিন ও ক্যাটেগরি ভিত্তিক মেধা তালিকা প্রস্তুত করা হবে।

আবেদন ফি

১। জেনারেল (UR), EWS এবং OBC পুরুষ প্রার্থীদের জন্য ১০০টাকা।

২। SC/ST/Divyangjan এবং সকল মহিলা প্রার্থীদের জন্য কোনও ফি নেই।

এই নিয়োগ বিজ্ঞপ্তি GATE পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ও বিজ্ঞানের পেশাজীবীদের জন্য একটি বড় সুযোগ যারা ভারতের প্রধান প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী। আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।