ECGC PO Recruitment: বড় ঘোষণা! অফিসার পদে নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা, মিলবে মোটা অঙ্কের বেতন, আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Mar 22, 2022 | 2:02 PM

ECGC PO Recruitment: ইন্টারভিউ পাশ করলেই মিলবে নিয়োগপত্র। ২১ মার্চ থেকে ২০ এপ্রিল ২০২২ অবধি এই পদে আবেদন করা যাবে। ২৯ মে অনলাইন পরীক্ষা হবে।

ECGC PO Recruitment: বড় ঘোষণা! অফিসার পদে নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা, মিলবে মোটা অঙ্কের বেতন, আবেদন করুন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অব ইন্ডিয়া (Export Credit Guarantee Corporation of India) বা ইসিজিসি প্রবেশনারি অফিসার পদ কর্মী নিয়োগ করবে। পরীক্ষা নেবে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস। ব্যাঙ্কের যাবতীয় পরীক্ষাও এই সংস্থার মাধ্যমেই হয়। এই পদের জন্য অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। যেসব পরীক্ষার্থীরা অনলাইন পরীক্ষা নির্বাচিত হবেন। তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ পাশ করলেই মিলবে নিয়োগপত্র। ২১ মার্চ থেকে ২০ এপ্রিল ২০২২ অবধি এই পদে আবেদন করা যাবে। ২৯ মে অনলাইন পরীক্ষা হবে। সব মিলিয়ে মোট ৭৫ টি শূন্যপদ রয়েছে। ২১ থেকে ৩০ বছর বয়সী আগ্রহী পরীক্ষার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। ibpsonline.ibps.in/ecgclpomar22/ এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে।

  1. এই পদে আবেদনে করতে হলে সাধারণ ও ওবিসি পরীক্ষার্থীদের বেলা ৮৫০ টাকা এবং সংরক্ষিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা ফি দিতে হবে।
  2. প্রবেশনারি অফিসার পদে নির্বাচিত হলে মাসিক ৫৩৬০০ – ৯০৬৩০ টাকা বেতন মিলবে।
  3. রিজনিং, ইংরেজি, কম্পিউটার, সাধারণ জ্ঞান ও অঙ্ক এই পাঁচটি বিষয়ের ওপর অনলাইন পরীক্ষা হবে। এছাড়াও ইংরেজি প্রবন্ধ ও প্রেসির লিখিত পরীক্ষা হবে।
  4. ওপরে দেওয়া লিঙ্কে গিয়ে New Registration এ ক্লিক করতে হবে। এবার নিজের যাবতীয় তথ্য পূরণ করার পর পরীক্ষা ফি অনলাইনে জমা করলেই আপানার আবেদন জমা হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সম্ভবত ১৫ থেকেব ১৯ জুনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশিত হবে। এবং সম্ভবত জুলাই বা অগস্ট মাসে ইন্টারভিউ নেওয়া হবে।

আরও পড়ুন Putins Assassination: পুতিনকে খুন করা হতে পারে, পরবর্তী প্রেসিডেন্টের নামও চূড়ান্ত! সামনে এল চাঞ্চল্যকর দাবি

আরও পড়ুন Facebook-Instagram Banned: আদালতের নির্দেশ, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে জারি নিষেধাজ্ঞা!

Next Article