Google Employee: দিনে মেরেকেটে ১ ঘণ্টা কাজ, তাতেই যুবকের বেতন বছরে ১ কোটি!

Google Employee: ম্যানেজারের মেসেজের উত্তর না দিলে কী হতে পারে? ওই যুবক জানিয়েছেন, সেটা নাকি কোনও বড় বিষয়ই নয়।

Google Employee: দিনে মেরেকেটে ১ ঘণ্টা কাজ, তাতেই যুবকের বেতন বছরে ১ কোটি!
প্রতীকী ছবিImage Credit source: Pixabay

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 24, 2023 | 7:28 AM

সান ফ্রান্সিসকো: দিনে আট ঘণ্টা বা তারও বেশি কাজ করে যাঁরা ক্লান্ত শরীরটা নিয়ে বাড়ি ফেরেন, বিছানায় গা এলিয়ে দিয়ে বিশ্রাম নেওয়ার সময় এই খবরটা চোখে পড়লে তাঁদের হিংসা হবেই! একজন বছর ২০-র যুবকের বেতন বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা। তবে এটাই সব নয়! ওই যুবক কাজ করেন দিনে মাত্র ১ ঘণ্টা! এও কি সম্ভব? তথ্য বলছে, ওই কর্মী গুগল-এ কাজ করেন। ফরচুন পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ওই কর্মী জানিয়েছেন তিনি সংস্থার জন্য নিজের কাজটা করে দেন আর সেটা সংস্থা জানে।

ওই কর্মীর আসল নাম জানা যায়নি, তবে তাঁর ছদ্মনাম হল ডেভন। মার্কিন মুদ্রায় তাঁর উপার্জন বছরে ১ লক্ষ ৫০ হাজার ডলার বা ১.২ কোটি টাকা। শুধু বেতনই নয়, নির্দিষ্ট সময়ে বোনাসও পান তিনি। জানা গিয়েছে, ওই যুবক গুগলর বিভিন্ন টুলের কোড তৈরি করেন।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ম্যানেজারের মেসেজের উত্তর না দিলে কী হতে পারে? ওই যুবক জানিয়েছেন, সেটা নাকি কোনও বড় বিষয়ই নয়। দিনের শেষে উত্তর দিলেই হল। তিনি আরও জানিয়েছেন যে গুগল-এই ইন্টার্ন হিসেবে কাজ করতেন তিনি। আর তখনই তিনি বুঝেছিলেন যে এই সংস্থায় চাকরি পেলে তাঁকে বেশি সময় ধরে কাজ করতে হবে না। তিনি বলেছেন, যদি বেশি সময় ধরে কাজ করার ইচ্ছা থাকত, তাহলে কোনও স্টার্ট আপ সংস্থায় যোগ দিতাম। তাঁর মতে, গুগলে কর্মীরা এই কারণেই কাজ করতে পছন্দ করেন যাতে চাকরি বা পরিবার, দুদিকই সহজে সামলানো যায়।