ESIC Recruitment: কলকাতায় ESIC-তে কর্মী নিয়োগ করা হচ্ছে, বেতন লক্ষাধিক টাকা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Updated on: Mar 27, 2023 | 8:00 AM

ESIC Recruitment: কলকাতায় ESIC-তে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

ESIC Recruitment: কলকাতায় ESIC-তে কর্মী নিয়োগ করা হচ্ছে, বেতন লক্ষাধিক টাকা
প্রতীকী ছবি

Follow us on

সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করছে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন। ফলে কলকাতার চাকরি প্রার্থীদের সামনে বড় সুযোগ। এই মর্মে কলকাতা ESIC-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত করা যাবে আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (Employee’s State Insurance Corporation Kolkata)

পদের নাম:

সিনিয়র রেসিডেন্ট (Senior Resident)

শূন্যপদের সংখ্যা:

৫ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে

বেতন:

মাসিক বেতন ১,২৭,১৪১ টাকা

শিক্ষাগত যোগ্যতা:

ESIC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমডি/এমএস/ডিএনবি পাশ করতে হবে প্রার্থীদের।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য ৪৫ বছরের মধ্যে করতে হবে আবেদন।

আবেদনমূল্য:

কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

অফলাইনে করতে হবে আবেদন। নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। বা ইমেলও করতে পারেন প্রার্থীরা। ইমেল পাঠানোর ঠিকানা- deanpgi-joka..wb@esic.nic.in

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Office of the Dean, ESI-PGIMSR & ESIC Medical College, Joka, Kolkata-700104

আবেদনের শেষ তারিখ:

জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিকস ও গাইনো ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৯ মার্চ। আরেকটি জেনারেল মেডিসিন পদে ১১ এপ্রিল অবধি করা যাবে আবেদন।

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla