নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। গেইল গ্যাস লিমিটেডে (GAIL Gas Limited) চলছে কর্মী নিয়োগ। গেইল সংস্থার তরফে জানানো হয়েছে. সিনিয়র অ্যাসোসিয়েট ও জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১২০টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। ইতিমধ্যেই এই শূন্য়পদে কর্মী নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১০ এপ্রিল অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
গেইল গ্য়াস লিমিটেডের তরফে জানানো হয়েছে, টেকনিক্যাল, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড অ্য়াকাউন্টিং, হিউম্য়ান রিসোর্স, টেকনিক্য়াল পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্য়পদে আবেদনের জন্য আগে গেইল গ্যাস লিমিটেডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সরাসরি অনলাইনে এই রেজিস্ট্রেশন করা যাবে। এরজন্য গেইলের অফিসিয়াল ওয়েবসাইট gailgas.com -এ গিয়ে আবেদন জানাতে হবে।
ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১০ এপ্রিল সন্ধে ৬টা অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
সিনিয়র অ্য়াসোসিয়েট (টেকনিক্যাল)- মোট ৭২টি শূন্যপদ রয়েছে।
সিনিয়র অ্য়াসোসিয়েট (ফায়ার অ্যান্ড সেফটি) – মোট ১২টি শূন্যপদ রয়েছে।
সিনিয়র অ্য়াসোসিয়েট (মার্কেটিং)- মোট ৬টি শূন্যপদ রয়েছে।
সিনিয়র অ্য়াসোসিয়েট (ফিন্যান্স অ্য়ান্ড অ্যাকাউন্টস)- মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সিনিয়র অ্য়াসোসিয়েট (কম্পানি সেক্রেটারি)- মোট ২টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
সিনিয়র অ্য়াসোসিয়েট (হিউম্যান রিসোর্স)- মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা যাবে।
জুনিয়র অ্য়াসোসিয়েট (টেকনিক্য়াল)- মোট ১৬টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারীর অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি তাদের সংশ্লিষ্ট বিভাগে বা ক্ষেত্রে কাজের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের কোনও প্রকার আবেদন ফি দিতে হবে না।