
উত্তর ২৪ পরগনা: নিউট্রিশনের পড়ুয়াদের চাকরির সুযোগ। আবার সরকারি। উত্তর ২৪ পরগনায় নিয়োগ। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় উত্তর ২৪ পরগনায় মুখ্য স্বাস্থ্য় আধিকারিক অর্থাৎ CMOH এর দফতরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ‘নিউট্রিশনিস্ট’ পদে নিয়োগ করা হবে। বেতন ২৫ হাজার টাকা।
কতদিন পর্যন্ত রয়েছে আবেদনের সময়সীমা?
২ সেপ্টেম্বর এই নিয়োগ সংক্রান্ত নোটিস বেরিয়েছে। নিয়োগ সংক্রান্ত নোটিস তরফে জানা গিয়েছে, আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। অর্থাৎ আবেদন জানানোর শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর।
বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে?
যারা এই কাজে যোগ দিতে ইচ্ছুক, তাদের সরাসরি অফিসে গিয়ে আবেদন পত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, যাঁরা চাকরি পাবেন, তাঁদের আগামী তিন বছর বেতন বাড়বে না।
চুক্তিভিত্তিক এই নিয়োগে আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে। বিজ্ঞপ্তিতে সেটি উল্লেখ করা হয়েছে। যেমন, চলতি আর্থিক বছরের শেষে চুক্তির মেয়াদ শেষ হবে। পরবর্তীতে তাঁর কাজের দক্ষতার ভিত্তিতে সেই চুক্তির মেয়াদ রিনিউ করা হবে। সেক্ষেত্রে কাজের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে, এক মাসের নোটিসের মাধ্যমেও তাঁকে সরানো যেতে পারে।
চাকরিপ্রার্থীকে মেডিক্যাল ফিটনেট সার্টিফিকেট জমা করতে হবে। এই পদে কর্মী সরাসরি CMOH-কে রিপোর্ট করবেন।
https://north24parganas.gov.in/ ওয়েবসাইটে নোটিস সেকশনের নিয়োগ অংশে ক্লিক করলেই এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।