বেঙ্গালুরু: যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। ম্যানেজার সহ একাধিক পদের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। মোট ৮৪টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট hal-india.co.in-এ আবেদন করতে পারেন।
শূন্যপদের বিবরণ
১)প্রধান ব্যবস্থাপক (সিভিল) – ১টি পদ
২)সিনিয়র ম্যানেজার (সিভিল)-১ পদ
৩)ডেপুটি ম্যানেজার (সিভিল) – ৯টি পদ
৪)ম্যানেজার (IMM) I- ৫টি পদ
৫) ডেপুটি ম্যানেজার (IMM)-১২টি পদ
৬) ইঞ্জিনিয়ার (IMM)- ৯টি পদ
৭) ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) – ৫টি পদ
৮) নিরাপত্তা কর্মকর্তা- ৯টি পদ
৯) অফিসার (অফিসার ভাষা) – ১টি পদ
১০) ফায়ার অফিসার-৩ পদ
১১) ইঞ্জিনিয়ার (সিএস) (কমপ্লেক্স অফিস) – ৩টি পদ
১২) ডেপুটি ম্যানেজার (অর্থ) – ৯টি পদ
১৩) অর্থ কর্মকর্তা- ৬টি পদ
১৪) ডেপুটি ম্যানেজার (এইচআর)- ৫টি পদ
১৫) ডেপুটি ম্যানেজার (আইনি)- ৪টি পদ
শিক্ষাগত যোগ্যতা
প্রধান ব্যবস্থাপক গ্রেড-৪-এর জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) পদের জন্য প্রার্থীদের সিএ ডিগ্রি থাকতে হবে। সব পদের জন্য আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে।
বেতন
প্রার্থীদের বেতন ৪০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা।
আবেদন ফি
HAL-এ আবেদনের জন্য জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। SC, ST প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের যে ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে, সেটি হল- চিফ ম্যানেজার (এইচআর) রিক্রুটমেন্ট সেকশন, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, কর্পোরেট অফিস, ১৫,১ কাববন রোড, বেঙ্গালুরু-৫৬০০০১।
আরও বিস্তারিত জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট hal-india.co.in-এ দেখতে পারেন।