Shubhanshu Shukla: শুভাংশু শুক্লার মতো মহাকাশচারী হতে চান? কী ভাবে শুরু করবেন প্রস্তুতি?

Shubhanshu Shukla: যারা মহাকাশচারী হতে চান, তাদের জন্য Aeronautics, Astrophysics, Aviation, Aerospace, Aeronautical Engineering ইত্যাদি বিষয়ে ব্যাচেলর, মাস্টার্স ও গবেষণামূলক পড়াশোনা করার সুযোগ রয়েছে।

Shubhanshu Shukla: শুভাংশু শুক্লার মতো মহাকাশচারী হতে চান? কী ভাবে শুরু করবেন প্রস্তুতি?
Image Credit source: PTI

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 14, 2025 | 2:42 PM

মহাকাশ জয় করেছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সব ঠিক থাকলে মঙ্গলবার দেশে ফিরবেন শুভাংশু। ইলন মাস্কের ড্রাগন ক্যাপসুলেই ফেরার কথা তাঁর। উইং কমান্ডার রাকেশ শর্মার মহাকাশ অভিযানের চার দশক পরে তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিলেন। এই ঐতিহাসিক অভিযানের জন্য তাঁকে ভারতের তরফে ইসরো (ISRO) ইতিমধ্যেই প্রধান মহাকাশচারী হিসেবে মনোনীত করেছে। আপনিও কি বড় হয়ে শুভাংশুর মতো মহাকাশে পারি দিতে চান? তাহলে তার প্রস্তুতি যে শুরু করতে হবে এখন থেকেই।

কীভাবে মহাকাশচারী হওয়া যায়?

যারা মহাকাশচারী হতে চান, তাদের জন্য Aeronautics, Astrophysics, Aviation, Aerospace, Aeronautical Engineering ইত্যাদি বিষয়ে ব্যাচেলর, মাস্টার্স ও গবেষণামূলক পড়াশোনা করার সুযোগ রয়েছে। পাশাপাশি, (পদার্থবিদ্যা, রসায়ন, ভূবিজ্ঞান), প্রকৌশল, প্রযুক্তি ও গণিতের বিষয়ে গভীর জ্ঞান থাকাটা জরুরী।

কেবল জ্ঞান থাকলেই হল না। মহাকাশ অভিযানের মত ধকল নেওয়া সকলের কম্ম নয়। তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ কেবল নয় ফিট হওয়াটাও জরুরি।

মহাকাশচারীরা কত বেতন পান?

মহাকাশচারীদের নির্দিষ্ট কোনও বেতন নির্ধারিত নেই। এটি নির্ভর করে তাঁর যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও অন্যান্য বিষয়ের ওপর। নাসার মহাকাশচারীরা সাধারণত ফেডারেল সরকারের GS-12 থেকে GS-13 স্তরের পে-স্কেলের অধীনে বেতন পান।

ISRO ও NASA-তে নির্বাচন প্রক্রিয়া কী?

নাসা এবং ইসরো-তে মহাকাশচারী হতে হলে কঠোর নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে রয়েছে ইন্টারভিউ, শারীরিক ও মানসিক পরীক্ষা এবং মহাকাশ কর্মসূচি সম্পর্কিত প্রাথমিক প্রশিক্ষণ।

নাসায় মহাকাশচারী হওয়ার জন্য অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। থাকতে হবে ১,০০০ ঘণ্টার জেট এয়ারক্রাফটে পাইলট-ইন-কমান্ড হিসেবে কাজ করার অভিজ্ঞতা। সেই সঙ্গে, আবেদনকারীর অবশ্যই আমেরিকার নাগরিক হওয়াটা প্রয়োজনীয়।