IB Recruitment: ইনটেলিজেন্স ব্যুরোতে ৯৯৫ জন অফিসার নিয়োগ, রইল আবেদনের লিঙ্ক

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 28, 2023 | 8:26 AM

এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা বাধ্যতামূলক। সেই সঙ্গে কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। ১৮ থেকে ২৭ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। এসসি, এসটি-রা বয়সসীমায় ৫ বছরের ছাড় পাবেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাচাই করা হবে।

IB Recruitment: ইনটেলিজেন্স ব্যুরোতে ৯৯৫ জন অফিসার নিয়োগ, রইল আবেদনের লিঙ্ক
ইনটেলিজেন্স ব্যুরো

Follow Us

নয়াদিল্লি: স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইনটেলিজেন্স ব্যুরো (আইবি)-তে অফিসার পদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইনটেলিজেন্স অফিসার (গ্রেড-২) পদে ৯৯৫ জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কত বছর বয়স অবধি এই পদের জন্য আবেদন করা যাবে, কীভাবে নিয়োগ করা হবে তা বিস্তারিত উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা বাধ্যতামূলক। সেই সঙ্গে কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। ১৮ থেকে ২৭ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। এসসি, এসটি-রা বয়সসীমায় ৫ বছরের ছাড় পাবেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাচাই করা হবে। কবে এই লিখিত পরীক্ষা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ফি মাত্র ১০০ টাকা।

২৫ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। আবেদনের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

Next Article