IBPS Recruitment 2025: বাড়ানো হল IBPS পরীক্ষার দিন! শেষ তারিখ কবে?

IBPS Recruitment 2025: এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৬,২১৫টি শূন্যপদ পূরণ করা হবে, যার মধ্যে ৫,২০৮টি পদ প্রোবেশনারি অফিসারের জন্য, এবং ১,০০৭টি পদ স্পেশালিস্ট অফিসারের জন্য সংরক্ষিত।

IBPS Recruitment 2025: বাড়ানো হল IBPS পরীক্ষার দিন! শেষ তারিখ কবে?

Jul 29, 2025 | 6:02 PM

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) প্রোবেশনারি অফিসার (PO) ও স্পেশালিস্ট অফিসার (SO) নিয়োগের জন্য রেজিস্ট্রেশনের বাড়াল সময়সীমা। IBPS PO SO 2025-এর আবেদনের শেষ দিন ২৮ জুলাই, ২০২৫। ওই দিন পর্যন্ত খোলা থাকবে আবেদনের পোর্টাল। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৬,২১৫টি শূন্যপদ পূরণ করা হবে, যার মধ্যে ৫,২০৮টি পদ প্রোবেশনারি অফিসারের জন্য, এবং ১,০০৭টি পদ স্পেশালিস্ট অফিসারের জন্য সংরক্ষিত।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ যান। এবার ‘IBPS PO SO recruitment’ লিঙ্কে ক্লিক করুন। যে পেজটি খুলবে সেখানে ‘Apply Online’ বাটনে ক্লিক করুন। প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশনের পর আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, আবেদন ফি জমা দিন এবং আবেদনপত্র সাবমিট করুন। ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট কপি রেখে দিন।

আবেদন ফি কত?

জেনারেল ও OBC শ্রেণির প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।

SC, ST PwBD (প্রতিবন্ধী) প্রার্থীদের জন্য ১৭৫ টাকা।

ফি জমা দেওয়া যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে।

যফি কোনও সমস্যায় পড়েন বা অটো-রেসপন্স ইমেইলের জবাব দেওয়ার প্রয়োজন হয় সেই জন্য ‘REGISTRATION NO.’ এবং ‘PASSWORD’ পাওয়া মূল ইমেলের অংশটি রাখবেন।

যদি আবেদন জমা দিতে গিয়ে কোনও ত্রুটি বা error message দেখা যায়, তাহলে তার স্ক্রিনশট নিয়ে তা JPG, GIF বা MS Word format-এ মেল করুন।