নয়াদিল্লি: গ্রামীণ ব্যাঙ্কে (RRB) বিভিন্ন গ্রেডের অফিসার ও অফিস অ্যাসিট্যান্ট পদে নিয়োগ করা হবে। উৎসাহী প্রার্থীদের আবেদন করতে আহ্বান করা হয়েছে। ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) এই পদে নিয়োগের পরীক্ষা নেবে। আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন পত্র। আবেদন গ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। গ্রামীণ ব্যাঙ্কে অফিসার (স্কেল I, II, III) এবং অফিস অ্যাসিট্যান্ট পদের জন্য ২১ জুন পর্যন্ত আবেদন করা যাবে। কেবলমাত্র অনলাইনেই এই সব পদের জন্য আবেদন করতে হবে।
গ্রামীণ ব্যাঙ্কে একাধিক পদে লোক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আইবিপিএস-এর সাইটে গিয়ে এই সব পদের জন্য আবেদন করতে হবে। সাধারণ পরীক্ষার্থীদের ৮৫০ টাকা ফি জমা দিতে হবে। এসসি, এসটিদের ১৭৫ টাকা ফি দিতে হবে আবেদন করার সময়। প্রায় ৮ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। অগস্ট মাসে হবে প্রিলিমিনারি পরীক্ষা।
কী ভাবে আবেদন করবেন?