AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Career Counseling by ICAI: পড়ুয়াদের দিশা দেখাতে কেরিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন ICAI-র, কোথায় হচ্ছে আয়োজন?

Career Counseling by ICAI: কেরিয়ার কাউন্সিলিংয়ের আয়োজন করা হয়েছে ICAI-র তরফে। দেশজুড়ে ৩১ অক্টোবর বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

Career Counseling by  ICAI: পড়ুয়াদের দিশা দেখাতে কেরিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন ICAI-র, কোথায় হচ্ছে আয়োজন?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Oct 30, 2022 | 1:30 AM
Share

নিজের জন্য সঠিক কেরিয়ার বেছে নেওয়ার জন্য অন্যতম প্রয়োজনীয় বিষয় কেরিয়ার কাউন্সেলিং (Career Counseling)। স্কুল, কলেজ এবং তারপর বিশ্ববিদ্যালয়। এই এক একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে পা রাখার সন্ধিক্ষণগুলি কেরিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। জীবনে কোন পথে এগোতে চাইছেন তা বিবেচনা করেই এই প্রতিষ্ঠান বেছে নিতে হয়। তবে এরকম অনেকেই রয়েছেন যাঁরা নিজেরাই জাননে কোন পথে এগোতে হবে। বা কোন পথে এগোলে সাফল্য আসবে তাড়াতাড়ি। হয়ত স্বপ্ন রয়েছে অনেক। কিন্তু তা বাস্তবায়নের দিশা খুঁজে পাচ্ছেন না। তাঁদের জন্য কেরিয়ার কাউন্সেলিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর দেশের তরুণদের সেই রাস্তা বাতলে দিতেই দেশজুড়ে কাউন্সেলিং প্রোগ্রামের আয়োজন করার উদ্যোগ নিয়েছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (The Institute of Chartered Accountants of India)। ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে (কেডি যাদব কমপ্লেক্স) এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

ICAI-র বিবৃতিতে জানানো হয়েছে, নবম থেকে স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য এই কেরিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন করা হচ্ছে। যাতে এসব শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য নিজেদের সর্বোত্তম অপশন বেছে নিতে পারেন তার জন্য কিছু কেরিয়ার গাইডেন্স দেওয়াই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন।

ICAI কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে ৫ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। ICAI-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে,’আশা করা হচ্ছে প্রায় ৫০০০ ছাত্র-ছাত্রী এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। ভারতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় দেড় লক্ষ পড়ুয়া যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।’