ICAR IARI Assistant Recruitment 2022: কেন্দ্রীয় সংস্থায় ৪৬২ টি পদে নিয়োগ, চাকরি পেলেই মিলবে মোটা বেতন

Recruitment: পরীক্ষার মাধ্যমে এই পদগুলির জন্য নিয়োগ করা হবে। এই ইনস্টিটিউটের মোট ২০ টি ডিভিশন রয়েছে। রাজধানী দিল্লিতে ৫ টি বিভিন্ন কার্যক্রমের কেন্দ্র রয়েছে।

ICAR IARI Assistant Recruitment 2022: কেন্দ্রীয় সংস্থায় ৪৬২ টি পদে নিয়োগ, চাকরি পেলেই মিলবে মোটা বেতন
ছবি- প্রতীকী চিত্র

| Edited By: অরিজিৎ দে

May 06, 2022 | 7:30 AM

কলকাতা: দিন যত যাচ্ছে, চাকরির বাজার ততই খারাপ দিকে এগচ্ছে। করোনা পরিস্থিতির পর বেসরকারি সংস্থায় কর্মরত অনেকেই চাকরি হারিয়েছেন। সরকারি চাকরির যেহেতু নিরাপত্তা আছে, তাই সরকারি চাকরি পাওয়ার ঝোঁক অনেকটাই বাড়ছে। বেসরকারি চাকরি করেও অনেকে সরকারি চাকরির পরীক্ষা পাশের প্রস্তুতি নিচ্ছেন। ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট (Indian Agriculture Research Institute) খুব দ্রুত ইন্ডিয়ান কাউন্সিল অ্যাগ্রিকালচার রিসার্চের (Indian Council of Agriculture Research ) সদর দফতর ও ইনস্টিটিউটগুলিতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। পরীক্ষার মাধ্যমে এই পদগুলির জন্য নিয়োগ করা হবে। এই ইনস্টিটিউটের মোট ২০ টি ডিভিশন রয়েছে। রাজধানী দিল্লিতে ৫ টি বিভিন্ন কার্যক্রমের কেন্দ্র রয়েছে। পাশাপাশি ৮ টি আঞ্চলিক কেন্দ্রও রয়েছে। মোট ৪৬২ টি শূন্যপদ পদে নিয়োগ করতে চলেছে। এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর ৩০ বছর বয়স হতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশরা এই পদে আবেদন করতে পারবেন। ইনস্টিটিউটগুলিতে চাকরি পেলে ৩৫,৪০০ টাকা ও সদর দফতরে ৪৪,৯০০ টাকা বেতন দেওয়া হবে। iari.res.in এই ওয়েবসাইটে আবেদন করে আবেদন করা যাবে।

শূন্যপদ

অ্যাসিস্ট্যান্ট (আইসিএআর ইনস্টিটিউট)- ৩৯১ টি
অ্যাসিস্ট্যান্ট ((আইসিএআর সদর দফতর)- ৭১ টি

বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্য হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

বেতনক্রম

অ্যাসিস্ট্যান্ট (আইসিএআর ইনস্টিটিউট)- ৩৫,৪০০ টাকা + লেভেল ৬ এর বিভিন্ন অ্যালাওয়েন্স

অ্যাসিস্ট্যান্ট ((আইসিএআর সদর দফতর)- ৪৪,৯০০ টাকা + লেভেল ৭ এর বিভিন্ন অ্যালাওয়েন্স