নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আইডিবিআই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ম্যানেজার, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। ৯ ডিসেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি আইডিবিআই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
আইডিবিআই-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৮৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
এই শূন্যপদে আবেদনের সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর ও সর্বোচ্চ বয়স ৪৫ বছর ধার্য করা হয়েছে।
ম্যানেজার গ্রেড বি, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৭০ হাজার টাকা থেকে শুরু হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি শ্রেণির আবেদনকারীদের মাত্র ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে এই আবেদন ফি জমা দিতে হবে।