Retirement Plan: অবসরের পর ব্যাঙ্কে থাকুক ৪ কোটি টাকা, কীভাবে এই টাকা জমাবেন, জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 09, 2023 | 8:39 AM

Investment Plan: ৬০ বছর বয়সে আপনার অবসর গ্রহণের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে আপনাকে মিউচুয়াল ফান্ড ও সিসমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-তে বার্ষিক সাড়ে ৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

Retirement Plan: অবসরের পর ব্যাঙ্কে থাকুক ৪ কোটি টাকা, কীভাবে এই টাকা জমাবেন, জেনে নিন...
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: অবসরের পর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্যই কর্ম জীবনে সকলে অর্থ সঞ্চয় করেন। তবে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সঠিকভাবে আর্থিক সঞ্চয়ের পরিকল্পনা না করলে, ভবিষ্যতে অর্থকষ্টে পড়তে হতে পারে। যদি অবসরের সময়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমা রাখতে চান, তবে আজ থেকেই এই বিনিয়োগ প্রকল্পগুলিতে টাকা রাখা শুরু করুন। প্রভিডেন্ট ফান্ড, এনপিএস, এমএফএসের মতো বিনিয়োগ প্রকল্পে টাকা রেখে আপনি অতি সহজেই অবসরের সময়ে, অর্থাৎ ৬০ বছর বয়সের মধ্যে এই লক্ষ্য অর্জন করতে পারবেন।

কীভাবে বিনিয়োগের পরিকল্পনা করবেন?

ধরা যাক, আপনার বয়স ৩৫ বছর। ৬০ বছর বয়সে আপনার অবসর গ্রহণের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে আপনাকে মিউচুয়াল ফান্ড ও সিসমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-তে বার্ষিক সাড়ে ৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। পাশাপাশি যদি প্রভিডেন্ট ফান্ড, এনপিএস, এমএফএসের মতো প্রকল্পে প্রতি মাসে বিনিয়োগ করলে সহজেই এই লক্ষ্য অর্জন সম্ভব।

কোন খাতে কত টাকা রাখবেন-

  • বিভিন্ন স্মল ক্যাপ ফান্ড যেমন কানাড়া রোবেকো ব্লুচিপ ইক্যুয়িটি ফান্ড, পিজিআইএম ইন্ডিয়া মিডক্যাপ অপারচুরিটি ফান্ড, অ্য়াক্সিস স্মল ক্যাপ ফান্ড ইনভেস্টে প্রতি মাসে ৫ হাজার টাকা রাখতে পারেন।
  • আইডিএফসি নিফটি ৫০ ইনডেক্স ফান্ডে প্রতি মাসে ২ হাজার টাকা রাখুন।
  • ইউটিআই নিফটি নেক্সট ৫০ ইনডেক্স ফান্ডে প্রতি মাসে ৮ হাজার টাকা রাখুন।
  • এছাড়া এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে ১০ হাজার টাকা রাখুন।
  • কমপক্ষে তিন বছরের জন্য সভেরান গোল্ড বন্ডে ১৩ লক্ষ টাকা বিনিয়োগ করুন।
  • ন্যাশনাল পেনশন সিস্টেমে মাসিক ৬ হাজার টাকা বিনিয়োগ করুন।
Next Article