নয়া দিল্লি: অবসরের পর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্যই কর্ম জীবনে সকলে অর্থ সঞ্চয় করেন। তবে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সঠিকভাবে আর্থিক সঞ্চয়ের পরিকল্পনা না করলে, ভবিষ্যতে অর্থকষ্টে পড়তে হতে পারে। যদি অবসরের সময়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমা রাখতে চান, তবে আজ থেকেই এই বিনিয়োগ প্রকল্পগুলিতে টাকা রাখা শুরু করুন। প্রভিডেন্ট ফান্ড, এনপিএস, এমএফএসের মতো বিনিয়োগ প্রকল্পে টাকা রেখে আপনি অতি সহজেই অবসরের সময়ে, অর্থাৎ ৬০ বছর বয়সের মধ্যে এই লক্ষ্য অর্জন করতে পারবেন।
ধরা যাক, আপনার বয়স ৩৫ বছর। ৬০ বছর বয়সে আপনার অবসর গ্রহণের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে আপনাকে মিউচুয়াল ফান্ড ও সিসমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-তে বার্ষিক সাড়ে ৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। পাশাপাশি যদি প্রভিডেন্ট ফান্ড, এনপিএস, এমএফএসের মতো প্রকল্পে প্রতি মাসে বিনিয়োগ করলে সহজেই এই লক্ষ্য অর্জন সম্ভব।