নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে ভাল খবর। ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কের (India Exim Bank) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১০ নভেম্বর।
ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে। মোট ৪৫টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে-
৩৫টি পদে ম্যানেজমেন্ট ট্রেনি (ব্যাঙ্কিং অপারেশন)
৭টি পদে ম্যানেজমেন্ট ট্রেনি (ডিজিটাল টেকনোলজি)
২টি পদে ম্যানেজমেন্ট ট্রেনি (রাজভাষা)
ও ১টি ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাডমিনিস্ট্রেশন) পদে নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য ৬০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। জেনারেল ও ওবিসিদের এই আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও মহিলা আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।