India Government Mint, Kolkata: স্নাতক পাশে কর্মী নিয়োগ করবে কলকাতা টাঁকশাল, শীঘ্রই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 20, 2023 | 12:12 AM

India Government Mint, Kolkata: কলকাতার টাঁকশালে কর্মী নিয়োগ হবে।‌ সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা। স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে।

India Government Mint, Kolkata: স্নাতক পাশে কর্মী নিয়োগ করবে কলকাতা টাঁকশাল, শীঘ্রই আবেদন করুন
কলকাতা টাঁকশাল।

Follow Us

কলকাতা: কলকাতার টাঁকশালে কর্মী নিয়োগ হবে।‌ সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা (India Government Mint, Kolkata)। স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে (Official website) গিয়ে আবেদন করতে পারেন।

আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতার ট্যাঁকশালে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ, ৭ জুলাই, ২০২৩। অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা https://igmkolkata.spmcil.com/en/-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ৬০০ টাকা। আর সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা।

শূন্যপদের সংখ্যা

মোট ৯টি শূন্য পদে নিয়োগ হবে। যার মধ্যে সুপারভাইজার পদে ১ জন, এনগ্রেভার পদে ২ জন এবং জুনিয়ার টেকনিশিয়ান পদে ৬ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

সুপারভাইজার পদের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। এনগ্রেভার পদের জন্য ফাইন আর্টস বিষয়ের উপর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং জুনিয়ার টেকনিশিয়ান পদের জন্য আইটিআই ডিগ্রি থাকা আবশ্যক।

বয়স

সুপারভাইজার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এনগ্রেভার পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৮ বছর এবং জুনিয়ার টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদেরবয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট দেখুন।

Next Article