নয়া দিল্লি: ভারতীয় ডাক বিভাগে কর্মসংস্থানের সুযোগ। ইন্ডিয়া পোস্টের তরফে স্পোর্টস কোটার অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। গত ১০ নভেম্বর থেকে এই শূন্যপদে আবেদনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। শূন্যপদে আবেদন পাঠানো যাবে আগামী ৯ ডিসেম্বর অবধি। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ডিওপিএস স্পোর্টস রিক্রুটমেন্ট dopsportsrecruitment.cept.gov.in -এ গিয়ে আবেদন জানাতে পারেন।
ভারতীয় ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, মোট ১৮৯৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদগুলি হল-
পোস্টাল অ্যাসিস্টেন্ট– মোট ৫৯৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পোস্টম্যান– মোট ৫৮৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মাল্টি টাস্কিং স্টাফ– মোট ৫৭০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সর্টিং অ্যাসিস্টেন্ট– ১৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেইল গার্ড– ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বাধিক বয়সসীমা যথাক্রমে ১৮ ও ২৭ বছর ধার্য করা হয়েছে। মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর।
পোস্টাল অ্যাসিস্টেন্ট- লেভেল ৪ অনুযায়ী, বেতন ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা হতে পারে।
সর্টিং অ্যাসিস্টেন্ট- লেভেল ৪ অনুযায়ী, বেতন ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা হতে পারে।
পোস্টম্যান- লেভেল ৩ অনুযায়ী, বেতন ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা হতে পারে।
মেইল গার্ড- লেভেল ৩ অনুযায়ী, বেতন ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা হতে পারে।
মাল্টি টাস্কিং স্টাফ- লেভেল ১ অনুযায়ী, বেতন ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা হতে পারে।
এই শূন্যপদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও মহিলাদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না। অনলাইনে ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।