কোয়েম্বাটোর: অষ্টম শ্রেণির বেশি পড়াশোনা করা হয়নি? তাই বলে সরকারি চাকরি পাওয়া যাবে না এমনটা নয়। আপনার যদি কারিগরি দক্ষতা থাকে, তবে আপনার জন্য ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগ নিয়ে এসেছে দুর্দান্ত চাকরির সুযোগ। বিভিন্ন কারিগরি ক্ষেত্রে নিয়োগ করা হবে, বেতন মিলতে পারে ৬০,০০০ টাকারও বেশি!
চাকরির বিবরণ
ভারতীয় ডাক বিভাগে কার্পেন্টার, টায়ারম্যান, ওয়েল্ডার, স্কিলড আর্টিসন্স পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের বিবরণ
মোট ৭টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৩টি পদ রয়েছে সাধারণ শ্রেণির জন্য সংরক্ষিত। একটি পদ রয়েছে অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য। এছাড়া, অনগ্রসর শ্রেণীর জন্য ২টি পদ এবং তফসিলি উপজাতিদের জন্য ১টি পদ সংরক্ষিত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
অষ্টম পাস করলেই ভারতীয় বিভাগের এই শূন্য পদগুলির জন্য আবেদন করা যাবে। মেকানিক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের গাড়ি চালানোর জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যিক।
বয়স সীমা
সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। তবে তফসিলি জাতি বিভাগের জন্য সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। এছাড়া অনগ্রসর শ্রেণির আবেদনকারীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় পাবেন।
বেতন
এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের ম্যাট্রিক্স লেভেল ২-এর অধীনে বেতন দেওয়া হবে। অর্থাৎ, তাঁরা মাসে ১৯,৯০০ টাকা বেতনে চাকরি শুরু করে মাসে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
বাছাই প্রক্রিয়া
কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। স্কিলড আর্টিসন্স পদের জন্য আগ্রহী প্রার্থীদের একটি কম্পিটিটিভ ট্রেস টেস্ট দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
অফলাইনে, নির্ধারিত ফরম্যাট মেনে নিম্নলিখিত ঠিকানায় আবেদন করতে হবে। সঙ্গে পাঠাতে হবে প্রয়োজনীয় নথিগুলিও।
ম্যানেজার, মেইল মোটর সার্ভিস, গুডস শেড রোড, কোয়েম্বাটোর – ৬৪১০০১
আবেদনের শেষ তারিখ
১ অগাস্ট, ২০২২ (বিকাল ৫টা পর্যন্ত)
পদগুলি সম্পর্কিত আরও বিশদে জানতে ও অন্যান্য তথ্যের জন্য ক্লিক করুন।