নয়া দিল্লি: মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ এসেছে। গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ (India Post)। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২৩ অগস্ট, ২০২৩। আর ২৪ থেকে ২৬ অগস্টের মধ্যে প্রার্থীরা তাঁদের অ্যাপ্লিকেশন ফর্ম সংশোধন করতে পারবেন।
মোট শূন্যপদ
ভারতীয় ডাকবিভাগের গ্রামীণ ডাক সেবকের মোট ৩০,০৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে এসসি, এসটি, ওবিসি সহ বিভিন্ন ক্যাটেগরির জন্য আসন সংরক্ষণ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
দশম পাশ করলেই গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করা যাবে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। তবে দশম শ্রেণির পরীক্ষায় অঙ্ক এবং ইংরেজি – এই দুই বিষয় আবশ্যিক থাকতে হবে। পাশাপাশি দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা বাধ্যতামূলক থাকতে হবে।
বয়সসীমা
গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে।
অ্যাপ্লিকেশন ফি
সাধারণ আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। তবে মহিলা, ট্রান্স-ওম্যান, তফশিলি জাতি/উপজাতি – এইসব ক্যাটেগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে না।
কীভাবে আবেদন করবেন
১) আবেদনকারীদের প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-এ যেতে হবে।
২) হোমপেজে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) রেজিস্ট্রেশনের পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে এবং সেটি ধাপে ধাপে পূরণ করতে হবে। তার সঙ্গেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
৪) আবেদনপত্র সম্পূর্ণ পূরণ হলে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
৫) এবার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। আবেদনপত্রের একটি প্রিন্ট আউট রেখে দেওয়া প্রয়োজন।
আরও বিস্তারিত জানতে প্রার্থীরা ভারতীয় ডাকবিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in দেখুন।