নয়াদিল্লি: ভারতীয় সেনার প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই প্রচুর পড়ুয়া ইঞ্জিনিয়ারিং স্নাতক কোর্সে ভর্তি হন। সেই কোর্সে পাশ করলে সেনারই বিভিন্ন বিভাগে নিয়োগও করা হয়। প্রতি বছরের মতো এ বছরও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্স (TGC-139) করানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৪ সালের জুলাই মাস থেকে শুরু হবে এই কোর্স। অবিবাহিত পুরুষরাই কেবল এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য ফর্ম ফিলআপ করতে হবে। লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্ট পাশ করলে তবেই নাম লেখানো সম্ভব হবে টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সে। এর জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সে আসন সংখ্যা মাত্র ৩০টি। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে রয়েছে ৭টি আসন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ৩টি, ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ৪টি এবং অন্য বিভাগে রয়েছে ২টি আসন। এই কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। ইঞ্জিনিয়ারিং কোর্সের চূড়ান্ত বর্ষের ছাত্ররাও আবেদন করতে পারবেন। এই কোর্সে আবেদনের জন্য বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। আবেদনকারী ছাত্রদের অবশ্যই অবিবাহিত হতে হবে।
এই কোর্সের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তার পর কোথায় কখন পরীক্ষা হবে, তা জানানো হবে। বুধবার ২৭ সেপ্টেম্বর থেকে আবেদনগ্রহণ শুরু হয়েছে। তা চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। আবেদনের আগে এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।