Indian Army Officer Recruitment 2021: স্নাতকরা আবেদন করতে পারেন, বেতন ১,৭৭,৫০০ টাকা

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Jul 21, 2021 | 10:52 PM

ইডিয়ান আর্মির (Indian Army) অফিসিয়াল ওয়েবসাইট বিস্তারিত জানা যাবে। প্রয়োজনীয় নথি ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি লাগবে।

Indian Army Officer Recruitment 2021: স্নাতকরা আবেদন করতে পারেন, বেতন ১,৭৭,৫০০ টাকা
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: ইডিয়ান আর্মিতে আধিকারিক নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যবে। এখন আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ১৯ আগস্ট। নির্বাচিত প্রার্থীদের লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে। সেনা অফিসারদের সমান বেতন। দুই মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক।

লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ২৬ সেপ্টেম্বর পরীক্ষা। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন। ১৮ থেকে ৪১ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

ইডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট বিস্তারিত জানা যাবে। প্রয়োজনীয় নথি ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি লাগবে। ফ্রম ফিলআপের সময় একটি পাসওয়ার্ড দিতে হবে পরে তা কাজে লাগবে। নিজের স্বাক্ষর ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের খরচ ২০০ টাকা।

লিখিত পরীক্ষায় বাছাই হলে ইন্টারভিউ ও মেডিকেল পরীক্ষা হবে। দুটি পেপারে পরীক্ষা হবে। সময় দুই ঘণ্টা। প্রতি পেপারে ৪০ শতাংশ করে নম্বর পেলে নির্বাচিত হওয়া যাবে।

Next Article