নয়া দিল্লি: টেরিটোরিয়াল আর্মি অফিসার পদে নিয়োগ শুরু হচ্ছে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। ২১ নভেম্বর পর্যন্ত সময় আছে। তার মধ্যে আবেদন করতে হবে। jointerritorialarmy.gov- এই ওয়েবসাইটেই প্রকাশ পেয়েছে সেই বিজ্ঞপ্তি।
জানা গিয়েছে, ওই পদের নিয়োগের পরীক্ষা হবে আগামী ৩ অথবা ৪ ডিসেম্বর। ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
যে সব তথ্য জানা জরুরি, একনজরে:
১. গাইডলাইন অনুযায়ী, চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে।
২. যে কোনও অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
৩. পুরুষ ও মহিলা অফিসার নিয়োগ করা হবে। মোট ১৯টি শূন্যপদ রয়েছে।
৪. আবেদন করার সময় ৫০০ টাকা করে জমা দিতে হবে আবেদন মূল্য হিসেবে।
৫. ফর্ম পূরণ করার পর প্রার্থীকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হবে। টেরিটোরিয়াল আর্মি গ্রুপের হেডকোয়ার্টারে পরীক্ষা নেবে প্রিলিমিনারি ইন্টারভিউ বোর্ড।
৬. লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে সফল হলে মেডিক্যাল পরীক্ষা হবে।