নয়া দিল্লি: চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড। সম্প্রতিই এই শূন্যপদে আবেদন শেষ হচ্ছিল, তবে আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে আবেদন পত্রের শেষ তারিখ বাড়ানো হল। উপকূলরক্ষী বাহিনীর তরফে নাবিক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
উপকূল রক্ষী বাহিনীর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ হল ২৭ সেপ্টেম্বর।
নাবিক (জেনারেল ডিউটি)- ২৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)- ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যান্ত্রিক (ইলেকট্রনিক্স)- ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যান্ত্রিক (মেকানিক্যাল)- ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যান্ত্রিক (ইলেকট্রিকাল)- ২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।