ICG Recruitment 2023: উপকূলরক্ষী বাহিনীতে চলছে কর্মী নিয়োগ, এইভাবে ধাপে ধাপে করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 25, 2023 | 7:30 AM

ICG Recruitment 2023:   উপকূল রক্ষী বাহিনীর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ হল ২৭ সেপ্টেম্বর।

ICG Recruitment 2023: উপকূলরক্ষী বাহিনীতে চলছে কর্মী নিয়োগ, এইভাবে ধাপে ধাপে করুন আবেদন
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড। সম্প্রতিই এই শূন্যপদে আবেদন শেষ হচ্ছিল, তবে আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে আবেদন পত্রের শেষ তারিখ বাড়ানো হল। উপকূলরক্ষী বাহিনীর তরফে নাবিক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট  joinindiancoastguard.cdac.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

উপকূল রক্ষী বাহিনীর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ হল ২৭ সেপ্টেম্বর।

শূন্যপদ-

নাবিক (জেনারেল ডিউটি)- ২৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)- ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যান্ত্রিক (ইলেকট্রনিক্স)- ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যান্ত্রিক (মেকানিক্যাল)- ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যান্ত্রিক (ইলেকট্রিকাল)- ২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের রেজিস্ট্রেশনের সময় ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি-উপজাতিদের এই শূন্যপদে আবেদনের জন্য কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি-

লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্টের মাধ্য়মে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আইএনএস চিলিকায় এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হবে।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in- এ ক্লিক করতে হবে।
  • এরপরে হোমপেজে ‘জয়েন আইসিজি অ্যাজ এনরোলড পার্সোনেল’ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আইসিজি নাবিক/যান্ত্রিক ২০২৩ অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
  • রেজিস্ট্রেশন করে তারপর ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
  • এবার আবেদন পত্র পূরণ করে, প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
  • এরপরে আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
Next Article
Railway Recruitment 2023: মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন
Doctor Recruitment: ইএসআই-এ ৩০০ চিকিৎসক নিয়োগ, চলছে আবেদন