Agniveer: নৌবাহিনীতে অগ্নিবীর পদের জন্য আবেদন করুন, ১,৩৬৫টি পদে নিয়োগ হবে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 28, 2023 | 12:08 AM

Indian Navy: কেবল অবিবাহিত ভারতীয় পুরুষ এবং মহিলা প্রার্থীরা এই পদের আবেদনের যোগ্য। প্রার্থীদের পরীক্ষার সময় 'অবিবাহিত' হওয়ার শংসাপত্র দেখাতে হবে।

Agniveer: নৌবাহিনীতে অগ্নিবীর পদের জন্য আবেদন করুন, ১,৩৬৫টি পদে নিয়োগ হবে
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) অগ্নিবীর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নৌবাহিনী অগ্নিবীর এসএসআর (Navy Agniveer SSR) -এর মাধ্যমে মোট ১,৩৬৫টি পদে নিয়োগ করা হবে। এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া ২৯ মে থেকে শুরু হবে। এই পদের জন্য আবেদন করতে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in দেখুন।

ভারতীয় নৌবাহিনীর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, নৌবাহিনীর অগ্নিবীর এসএসআর এবং এমআর-এর আবেদন অনলাইনে নেওয়া হচ্ছে। আবেদনের শেষ তারিখ ১৫ জুন, ২০২৩। তবে এই পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কিভাবে আবেদন করবেন, নীচে দেখুন বিস্তারিত

নৌবাহিনীর অগ্নিবীর পদের জন্য এভাবে আবেদন করুন
১) অগ্নিবীর পদের জন্য আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ যান।
২) ওয়েবসাইটের প্রথম পাতায় CAREER AND JOB-এর লিঙ্কে ক্লিক করুন।
৩) এরপরে ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট 2023 বিকল্পে যান।
৪)পরবর্তী পেজে বিস্তারিত ফিড করে রেজিস্ট্রেশন করতে হবে।
৫) রেজিস্ট্রেশনের পর আবেদনপত্র পূরণ করতে পারবেন।
৬) আবেদন করার পর একটি প্রিন্ট নিন।

নির্বাচন প্রক্রিয়া
অগ্নিবীর পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে অঙ্ক
এবং পদার্থবিদ্যা সহ ১০+২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে কমপক্ষে একটি বিষয় রসায়ন বা জীববিদ্যা বা কম্পিউটার সায়েন্স থাকতে হবে।

এই শূন্যপদের জন্য নির্বাচন প্রক্রিয়া দুটি পর্যায়ে হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা এবং তারপর মেডিক্যাল পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র হবে কম্পিউটার ভিত্তিক, যাতে মোট ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন ১ নম্বরের হবে।

কেবল অবিবাহিত ভারতীয় পুরুষ এবং মহিলা প্রার্থীরা এই পদের আবেদনের যোগ্য। প্রার্থীদের পরীক্ষার সময় ‘অবিবাহিত’ হওয়ার শংসাপত্র দেখাতে হবে। চার বছরের পুরো মেয়াদে অগ্নিবীরদের বিয়ে করতে দেওয়া হবে না।

Next Article