Indian Navy Recruitment 2023: নৌবাহিনীতে চাকরির বড় সুযোগ, শীঘ্রই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 09, 2023 | 1:31 AM

Indian Navy: এসএসসিআইটি একজিকিউটিভ পদে প্রাথমিকভাবে ১০ বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের দক্ষতা, শারীরিক ক্ষমতা দেখে মেয়াদ বাড়ানো হতে পারে।

Indian Navy Recruitment 2023: নৌবাহিনীতে চাকরির বড় সুযোগ, শীঘ্রই আবেদন করুন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: নৌবাহিনীতে (Indian Navy) চাকরি করার ইচ্ছা রয়েছে? এবার এই সুযোগ এসেছে। গ্রামীণ শর্ট সার্ভিস কমিশন ইনফর্মেশন টেকনোলজি অথবা SSCIT একজিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। মোট ৩৫টি পদে নিয়োগ করা হবে। দ্বাদশ পাশ এবং সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ২০ অগস্ট, ২০২৩। শীঘ্রই আগ্রহী প্রার্থীরা আবেদন করুন।

বয়সসীমা

ভারতীয় নৌবাহিনীর এসএসসিআইটি একজিকিউটিভ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৯ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এসএসসিআইটি একজিকিউটিভ পদের জন্য প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে দশম অথবা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে এমএসসি/ বিই/ বিটেক/ এমটেক (কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ সফটওয়্যার সিস্টেমস/ সাইবার সিকিউরিটি/ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং/ কম্পিউটার সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং/ ডেটা অ্যানালিটিক্স/ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং বিসিএ/ বিএসসি-সহ এমসিএ (কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি)-তে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।

আবেদন পদ্ধতি

১) প্রথমে ইন্ডিয়ান নেভি-র অফিসিয়াল ওয়েবসাইটে joinindiannavy.gov.in গিয়ে প্রার্থীরা রিক্রুটমেন্টে ক্লিক করুন। তারপর এসএসসিআইটি একজিকিউটিভ পদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করুন।
২) আবেদনকারীদের বিস্তারিত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
৩) আবেদনপত্র পূরণ করার পর আবেদন ফি জমা দিন।
৪) তারপর সাবমিট করে একটি প্রিন্ট নিয়ে নিন।

উল্লেখ্য, এসএসসিআইটি একজিকিউটিভ পদে প্রাথমিকভাবে ১০ বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের দক্ষতা, শারীরিক ক্ষমতা দেখে মেয়াদ বাড়ানো হতে পারে। আরও বিস্তারিত জানতে ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইটে ক্লিক করুন।

Next Article