নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited)। আইওসিএলের (IOCL) তরফে জানানো হয়েছে, মোট ৪৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি আইওসিএলের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com- এ গিয়ে আবেদন করতে পারেন।
আইওসিএলের তরফে জানানো হয়েছে, মোট ৪৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। টেকনিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাকাউন্ট এগজেকিউটিভ সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
কর্মস্থান- তামিলনাড়ু, পুদুচেরী, কর্নাটক, কেরল, অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গানায় আইওসিএলের অফিসে নিয়োগ করা হবে।
বয়সসীমা- এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৪ বছর হতে হবে।
প্রথমেই আইওসিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com- এ যেতে হবে।
এবার অ্যাপ্রেন্টিস ট্যাবে ক্লিক করুন।
এবার আবেদন পত্র পূরণ করুন।
এরপরে প্রয়োজনীয় তথ্য আপলোড করুন।
এবার আবেদন ফি জমা দিতে হবে।
সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্র জমা পড়ে যাবে।