যেসব চাকরিপ্রার্থীরা ব্যাঙ্ক চাকরি খুঁজছেন, তাদের জন্য সুখবর। ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইনফরমেশন টেকনোলজি ও ডিজিট্যাল ব্যাঙ্কিংয়ে স্পেশ্যালিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ২৫টি পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা জানতে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া চলছে, ৩০ নভেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে। আবেদনকারীরা www.iob.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শূন্যপদ: মোট ২৫টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স ১ নভেম্বর ২০২২ এর মধ্যে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
প্রথমেই www.iob.in ওয়েবসাইটে চলে যেতে হবে।
হোমপেজে দিয়ে career tab-এ ক্লিক করতে হবে।
আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় তথ্য দিয়ে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে।
ফর্ম জমা দিয়ে ভবিষ্যেতে ব্যবহারের জন্য প্রিন্ট আউট করে রাখতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।