কর্মসংস্থানের অভাবের এই সময়ে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (Indo Tibetan Border Police ) অথবা আইটিবিপি। সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব পদগুলি গ্রুপ বি গেজেটেড অফিসার পদমর্যাদার। পুরুষ ও মহিলা উভয় পরীক্ষার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। ১৬ জুলাই থেকে ১৪ অগস্ট অবধি এই পদগুলিতে আবেদন করা যাবে। recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করা যাবে বলেই জানা গিয়েছে। শারীরিক সক্ষমতা, পার্সোনালিটি টেস্ট, লিখিত পরীক্ষা সহ একাধিক ধাপের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এক নজরে বিস্তারিত জেনে নিন…
কী কী ধাপে নিয়োগ করা হবে?
শারীরিক সক্ষমতার পরীক্ষা
শারীরিক মাপজোক পরীক্ষা
লিখিত পরীক্ষা
মেডিক্যাল পরীক্ষা
মেডিক্যাল এক্সাম রিভিউ
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনকরার জন্য চাকরি প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা অথবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে।
বয়সসীমা ও আবেদন ফি
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।
সাধারণ ও ওবিসিদের বেলায় ১০০ টাকা আবেদন ফি লাগবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
বেতনক্রম
এই পদে চাকরি পেলে মাসে ৩৫৪০০-১১২৪০০ টাকা বেতন মিলবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।
কীভাবে আবেদন করবেন?
শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। ভারতের যে কোনও নাগরিক এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ অগস্ট।