
নয়া দিল্লি: স্নাতক উত্তীর্ণ হয়ে যাঁরা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। মুম্বইয়ে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড (IREL) বিভিন্ন পদে স্নাতকদের জন্য চাকরির অফার দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেনি-সহ মোট ৫৬টি শূন্যপদ রয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৪ নভেম্বর, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট irel.co.in এর মাধ্যমে আবেদন করা যাবে।
শূন্যপদ
স্নাতক প্রশিক্ষণার্থী (অর্থ)- ৩টি পদ
স্নাতক প্রশিক্ষণার্থী (এইচআর)- ৪টি পদ
ডিপ্লোমা ট্রেইনি (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/কেমিক্যাল)- ৩৭টি পদ
প্রশিক্ষণার্থী (ভূতত্ত্ববিদ/পেট্রোলজিস্ট)- ৮টি পদ
প্রশিক্ষণার্থী রসায়নবিদ- ৪টি পদ
বেতন
এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২৫ হাজার থেকে ৬৮ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক প্রশিক্ষণার্থী (অর্থ) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই বাণিজ্যে স্নাতক হতে হবে। যেখানে গ্র্যাজুয়েট ট্রেইনি (এইচআর) পদের জন্য প্রার্থীদের যেকোনো স্ট্রিম থেকে স্নাতক পাস হতে হবে। ডিপ্লোমা ট্রেইনি পদের জন্য, একজনের প্রাসঙ্গিক স্ট্রিমে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা
বিভিন্ন পদের জন্য বয়স ২৬ বছরের বেশি হওয়া উচিত নয়। বয়সের ঊর্ধ্ব সীমায়, ওবিসিদের ৩ বছর ও এসসি, এসটি প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফি
সাধারণ, EWS এবং OBC (NCL) বিভাগের পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। মহিলা এবং SC/ST/PWBD/ESM বিভাগের প্রার্থীদের আবেদন ফিলাগবে না।
এভাবে আবেদন করুন
১) অফিসিয়াল ওয়েবসাইট irel.co.in-এ যান।
২) হোম পেজে দেওয়া ক্যারিয়ার ট্যাবে ক্লিক করুন।
৩) নন-ফেডারেল সুপারভাইজরি ট্রেইনি নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে ক্লিক করুন।
৪) বিজ্ঞপ্তির ভিতরে থাকা অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন।
৫) এবার আবেদনপত্র পূরণ করুন।
৬)আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা করুন।
৭) অনলাইনে আবেদন ফি দিন এবং আবেদনপত্র জমা করুন।
নির্বাচন কিভাবে করা হবে?
লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে এই বিভিন্ন পদের জন্য আবেদনকারীদের বাছাই করা হবে। পরীক্ষার জন্য আবেদনকারীদের প্রবেশপত্র দেওয়া হবে।
আরও তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।