ISRO Recruitment: দেশের সেবা করতে চান? চাকরির সুযোগ দিচ্ছে ISRO, পাবেন চোখধাঁধানো বেতন

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 06, 2023 | 6:30 AM

ISRO: ইসরোয় চাকরির সুবর্ণ সুযোগ! যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ইসরোর অ্যাকাউন্টস অফিসার (ফিনান্স) পদে চাকরির জন্য। ইসরোর এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি কী, কত টাকা বেতন পাবেন? আবেদন করার শেষ তারিখ কবে পর্যন্ত? জেনে নিন সব খুটিনাটি।

ISRO Recruitment: দেশের সেবা করতে চান? চাকরির সুযোগ দিচ্ছে ISRO, পাবেন চোখধাঁধানো বেতন
চাকরি দিচ্ছে ইসরো
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: চন্দ্রযান ৩-এর সাফল্য গোটা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩। ইসরোর এই সাফল্য মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে নতুন পালক যোগ করেছে। এবার সেই ইসরোয় চাকরির সুবর্ণ সুযোগ! যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ইসরোর অ্যাকাউন্টস অফিসার (ফিনান্স) পদে চাকরির জন্য। ইসরোর এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি কী, কত টাকা বেতন পাবেন? আবেদন করার শেষ তারিখ কবে পর্যন্ত? জেনে নিন সব খুটিনাটি।

পদের নাম – অ্যাকাউন্টস অফিসার (ফিনান্স)

শিক্ষাগত যোগ্যতা – ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক পাশ।

যোগ্যতার মাপকাঠি – লেভেল ১০ পে ম্যাট্রিক্সে অন্তত পাঁচ বছর ধরে কর্মরত অফিসাররা এই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। ডেপুটেশন বেসিসে তাঁদের নিয়োগ করা হবে। নিয়ম অনুযায়ী ডেপুটেশনের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছরের।

বয়সের ঊর্ধ্বসীমা – আবেদনকারীদের বয়স ৫৬ বছরের বেশি হওয়া যাবে না।

বেতন – ইসরোয় অ্যাকাউন্টস অফিসার (ফিনান্স) পদে চাকরিতে মাসিক বেতন হবে লেভেল ১১-র পে ম্যাট্রিক্স অনুযায়ী। সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল ১১-র কর্মীদের বেতন ৬৭ হাজার ৭০০ টাকা থেকে ২ লাখ ৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত।

বাছাই প্রক্রিয়া – ইসরোর অ্যাকাউন্টস অফিসার (ফিনান্স) পদে চাকরির জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পূর্বের ও বর্তমান অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং আর্থিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে।

কীভাবে আবেদন করতে হবে – যোগ্য প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে সেটি বেঙ্গালুরুতে অন্তরীক্ষ ভবনে ডিপার্টমেন্ট অব স্পেসে অফিসার অন স্পেশাল ডিউটি (পার্সোনেল) এম রামদাসের কাছে ডাক মারফত পাঠাতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ – ৩১ ডিসেম্বর, ২০২৩

বিস্তারিত জানতে দেখে নিন অফিশিয়াল বিজ্ঞপ্তি।

Next Article