JEE Advanced AAT: আর্কিটেকচার নিয়ে পড়তে চান? প্রবেশিকার পরীক্ষার ফর্ম ভরুন আজই

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 19, 2023 | 1:29 AM

জেইই এটিটি পরীক্ষা হবে তিন ঘণ্টার। ইংরেজি মাধ্যমে নেওয়া হবে এই পরীক্ষা। প্রশ্নপত্রে পাঁচটি সেকশন থাকবে। অনলাইনে নেওয়া হবে সেই পরীক্ষা।

JEE Advanced AAT: আর্কিটেকচার নিয়ে পড়তে চান? প্রবেশিকার পরীক্ষার ফর্ম ভরুন আজই
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভ্যান্সড পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় যাঁরা পাশ করেছেন তাঁরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড আর্কিটেকচার অ্যাপ্টিটিউট টেস্টের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার আবেদন করার শেষ দিন। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন জেইই এটিটি পরীক্ষায় বসতে আগ্রহীরা। কেবলমাত্র অনলাইনেই এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এ বছর আর্কিটেকচার কোর্সে ভর্তির পরীক্ষা হবে ২১ জুন। অনলাইনেই হবে সেই পরীক্ষা।

জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড পরীক্ষায় যাঁরা পাশ করেন তাঁরাই কেবলমাত্র এই পরীক্ষায় বসতে পারে। ব্যাচেলার অব আর্কিটেকচার নিয়ে পড়ার সুযোগ পেতে এই পরীক্ষায় পাশ করতে হয়। এ বছর আর্কিটেকচারে ভর্তির পরীক্ষা যৌথ ভাবে আয়োজন করছে আইআইটি বম্বে, আইআইটি রুরকি এবং আইআইটি বিএইচইউ।

জেইই এটিটি পরীক্ষা হবে তিন ঘণ্টার। ইংরেজি মাধ্যমে নেওয়া হবে এই পরীক্ষা। প্রশ্নপত্রে পাঁচটি সেকশন থাকবে। অনলাইনে নেওয়া হবে সেই পরীক্ষা।

Next Article