
নয়া দিল্লি: ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য JEE মেইনস পরীক্ষা দুটি ভিন্ন ধাপে হয়েছিল। সেই পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর এবার অভাবনীয় রেজাল্ট দেখা গেল। ৪৩ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছে। JEE মেইনস পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- jeemain.nta.nic.in-এ গিয়ে ফলাফল দেখতে পারেন। এবছর সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য জেইই মেইন কাট অফ নম্বর উঠেছে ৯০.৭৭ শতাংশ।
কী ভাবে রেজাল্ট চেক করবেন?
১) অফিসিয়াল ওয়েবসাইট- jeemain.nta.nic.in-এ গিয়ে ফলাফল দেখতে পারেন।
২)JEE Mains Result 2023 সেশন-২ লিঙ্কে ক্লিক করতে পারেন।
৩)একটি নতুন পেজ খুলবে।
৪)যে তথ্য চাইবে সেটি দিন।
৫) সাবমিট-এ ক্লিক করুন।
৬)আপনার রেজাল্ট স্ক্রিনে ফুটে উঠবে।
৭) পেজটি ডাউনলোড করে নিন।
এবছর JEE মেইন-এর কাট অফ কত ছিল?
সাধারণ: ৯০.৭৭
ইডব্লুএস: ৭৫.৬২
ওবিসি: ৭৩.৬১
এসসি: ৫১.৯৭
এসটি: ৩৭.২৩
ইউআর-পিএইচ: ০.০০১
JEE মেইন সেশন-২ পরীক্ষা ৬, ৮, ১০, ১১, ১২, ১৩ এবং ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষার উত্তরপত্র 19 এপ্রিল এনটিএ প্রকাশ করেছিল। শিক্ষার্থীদের ২১ এপ্রিল পর্যন্ত আপত্তি জানাতে বলা হয়েছে। এসব আপত্তির ভিত্তিতে চূড়ান্ত ফল জারি করা হয়েছে। আট লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। মোট আড়াই লক্ষ ছাত্র JEE অ্যাডভান্সডের জন্য নির্বাচিত হয়েছে। ৩০ এপ্রিল থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।
জেইই মেইন পরীক্ষায় শীর্ষ ছাত্রদের তালিকায় জায়গা করে নিয়েছে উত্তরপ্রদেশ থেকে ৪ জন ছাত্র। এর মধ্যে প্রথম নাম দেশঙ্ক প্রতাপ সিং-এর। এর পর আছে নিপুন গোয়ান। তৃতীয় টপারের নাম ঋষি কালরা। একই সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে গাজিয়াবাদের মলয় কেদিয়ার নাম। কোটা থেকে জেইই মেইনের জন্য প্রস্তুতি নিয়েছে মলয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোটায় পড়ার সময় মলয়কে একাকিত্বের মধ্যে দিয়ে যেতে হয়েছিল।