Job Cut: ফের ছাঁটাই, চাকরি খোয়াতে পারে Byjus-এর প্রায় ৪৫০০ কর্মী
Job Cut: সংবাদমাধ্যম সূত্রের খবর, সংস্থারে নতুন করে সাজানোর ভাবনা-চিন্তা করেছে বাইজুস। তারই প্রস্তুতি চলছে পুরোদমে। সংস্থার মুখপাত্র জানাচ্ছেন, বদলের যে পরিকল্পনা করা হয়েছে, তা প্রায় শেষের পথে।
নয়া দিল্লি: সদ্য সংস্থার দায়িত্ব নিয়েছেন নয়া সিইও। আর তারপরই বড়সড় পরিবর্তনের ভাবনা। তার জেরেই চাকরি খোয়াতে পারেন ৪৫০০ কর্মী। এমনই খবরে ঘুম উড়েছে Byjus সংস্থার কর্মীদের। সূত্রের খবর, সংস্থার খোলনলচে বদলে দেওয়ার কথা বলেছেন সংস্থার নয়া কর্তা অর্জুন মোহন। লাভের অঙ্ক বাড়াতে সংস্থার ওপর অর্থনৈতিক চাপ কমানোর চেষ্টা করছেন তিনি।
জানা যাচ্ছে, স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই উচ্চপদস্থ কর্মীদেরকেও সরিয়ে দেওয়া হতে পারে। বেশ কিছু পদই বাদ দেওয়া হতে পারে সংস্থা থেকে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, সংস্থারে নতুন করে সাজানোর ভাবনা-চিন্তা করেছে বাইজুস। তারই প্রস্তুতি চলছে পুরোদমে। সংস্থার মুখপাত্র জানাচ্ছেন, বদলের যে পরিকল্পনা করা হয়েছে, তা প্রায় শেষের পথে। আর একেবারে শেষ পর্যায়ে হবে কর্মী ছাঁটাই। এরপর বাড়বে আয়ের পরিমান ও লাভের অঙ্ক।
এই সংস্থা মূলত অনলাইনে পড়াশোনা করার জন্যই কাজ করে। করোনাকালে রমরম করে ব্যবসা বাড়িয়েছিল বাইজুস। বহু কর্মীও নিয়োগ করা হয় সেই সময়। কিন্তু স্কুল খোলার পর থেকে অনলাইনে পড়াশোনা করার প্রবণতা কমেছে। এই সংস্থাতেও তারই প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে পরপর তিন উচপদস্থ কর্তা পদত্যাগ করেন এই সংস্থা থেকে। সম্প্রতি জানা যায়, সংস্থার তরফে পিএফ দেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।