Job in Kolkata: কলকাতায় মাসে ২৫০০০ বেতনের চাকরি, কীভাবে আবেদন করবেন জানুন

Job in Kolkata: ইতিমধ্যেই নির্দিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে। কী যোগ্যতা প্রয়োজন, কত বেতন, সব খুঁটিনাটি তথ্য জেনে নিন।

Job in Kolkata: কলকাতায় মাসে ২৫০০০ বেতনের চাকরি, কীভাবে আবেদন করবেন জানুন
প্রতীকী চিত্রImage Credit source: Twitter

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 04, 2023 | 7:39 AM

কলকাতা: শ্যামাপ্রদাস মুখার্জি বন্দর অর্থাৎ কলকাতা বন্দর নামেই যা পরিচিত, সেখানেই নিয়োগ চলছে। শহরে থেকে এমন কাজের সুযোগ আর মিলবে না। তাই দেরি না করে এই কাদের জন্য অবিলম্বে আবেদন করা উচিত। যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে নির্দিষ্ট প্রক্রিয়ার ভিত্তিতে। ইতিমধ্যেই নির্দিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে।

kolkataporttrust.gov.in- এই মেল আইডি-তে ফর্ম পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনেই আবেদন করা যাবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও পাঠাতে হবে। smportkolkata.shipping.gov.in- এই ওয়েবসাইটে রয়েছে চাকরির বিজ্ঞপ্তি। আগামী ৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

কলকাতা বন্দরের ফিনান্স বিভাগে মূলত এই নিয়োগ করা হবে। শিক্ষানবিস পদে ৬টি শূন্যপদ রয়েছে। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিতে হবে নিয়োগ। পরে কাজ ভাল করলে বাড়ানো হবে চুক্তির মেয়াদ। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের কম।

চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সেমি কোয়ালিফায়েড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট হিসেবে দক্ষতা থাকতে হবে, তবেই এই পদের জন্য বাছাই করা হবে।