কলকাতা : করোনার সময় চাকরির বাজারে মন্দা দেখা দিয়েছিল। বেশিরভাগ সংস্থা ওয়ার্ক ফ্রম হোম নিয়ম চালু করে। তবে ছাঁটাই হয় বহু কর্মীর। সেইসময় সরকারি কর্মচারীরা তুলনামূলকভাবে চাকরি নিয়ে কিছুটা নিশ্চিত ছিলেন। এই নিশ্চয়তার জন্যই কলেজে পড়াকালীনই পড়ুয়ারা সিদ্ধান্ত নিয়ে নেন সরকারি চাকরি করবেন নাকি কর্পোরেট সংস্থা। সেইমতো প্রস্তুতিও নিতে শুরু করেন দেন তাঁরা। অনেকে আবার পরিবারের চাপে উচ্চমাধ্যমিকের পর আর কলেজে পা রাখার সুযোগ পান না। স্কুলের গণ্ডি পেরোনোর পরই চাকরির খোঁজ করেন। এবার সেইসব প্রার্থীদের জন্যই এল বড় সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের অধীনে ৮৩৫ টি হেড কনস্টেবল পদে চলছে নিয়োগ।
শূন্যপদ :
৮৩৫ টি শূন্যপদে চলছে নিয়োগ। এর মধ্যে পুরুষদের জন্য রয়েছে ৫৫৯ টি পদ। আর মহিলাদের জন্য ২৭৬ টি। পুরুষদের ৫৫৯ টি পদের মধ্যে ২৪১ জেনারেল ক্যাটাগরির জন্য। ৫৬ টি EWS দের জন্য। ১৩৭ টি ওবিসি, ৬৫ টি তফসিলি জাতি ও ৬০ টি তফসিলি উপজাতির জন্য। মহিলাদের ক্ষেত্রে ১১৯ টি জেনারেল ক্যাটাগরির, ২৮ টি EWS, ৬৭ টি ওবিসি, ৩২ টি তফসিলি জাতি, ৩০ টি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে।
পদের নাম :
হেড কনস্টেবল
বেতন :
লেভেল – ৪ এর জন্য ২৫ হাজার থেকে ৮১ হাজার।
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই পাওয়া যাবে এই চাকরি। এর পাশাপাশি ইংরেজিতে টাইপিং স্পিড ৩০ wpm ও হিন্দিতে টাইপিং স্পিড ২৫ wpm হতে হবে।
বয়সসীমা :
১ জানুয়ারি ২০২২ অনুযায়ী প্রার্থীদের যা বয়স হতে হবে –
UR/EWS – ১৮ থেকে ২৫ বছর
OBC – ১৮ থেকে ২৮ বছর
SC/ST – ১৮ থেকে ৩০ বছর
PWD – ১৮ থেকে ৩৫ বছর
আবেদনের খরচ :
Gen/OBC/EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন বাবদ দিতে হবে ১০০ টাকা।
SC/ST/Women/PwD/ESM ক্যাটাগরির প্রার্থীদের কোনও ফি দিতে লাগবে না।
নির্বাচনের পদ্ধতি :
আবেদনপত্র যাচাইয়ের পর কিছু পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীদের।
অনলাইন পরীক্ষা
শারীরিক পরীক্ষা
টাইপিং পরীক্ষা
কম্পিউটার পরীক্ষা
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন