
রেলে চাকরির দুর্দান্ত সুযোগ। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা রেলের এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। দক্ষিণ পূর্ব রেলওয়েতে কনসালট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। ওড়িশার ঝাড়সুগুড়া, ঝাড়খণ্ডের রাঁচি ও পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে। ১৫ মে অবধি আবেদন করা যাবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা:
দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway)
পদের নাম:
কনসালট্যান্ট (Consultant)
শূন্যপদের সংখ্যা:
৫ টি
নিয়োগস্থল:
ওড়িশার ঝাড়সুগুড়া, ঝাড়খণ্ডের রাঁচি ও পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়োগ করা হচ্ছে
শিক্ষাগত যোগ্যতা :
বিস্তারিত দেখে নিন বিজ্ঞপ্তি থেকে
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে
আবেদনমূল্য:
কোনও ফি দিতে হবে না
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে
আবেদন পদ্ধতি:
অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Sr. Personnel Officer (Construction), South Eastern Railway, 11, Garden Reach Road, Kolkata-700043
আবেদনের শেষে তারিখ:
১৫ মে
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন