Bangla News Career Junior research fellow recruitment in indian institute of chemical biology, know details
IICB Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ কেন্দ্রীয় সংস্থায়, কীভাবে করবেন আবেদন জেনে নিন
TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল
Dec 19, 2022 | 9:03 AM
IICB Recruitment: ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজিতে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হচ্ছে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
1 / 5
প্রতীকী ছবি
2 / 5
৪৫ টি জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি পাশ করতে হবে আবেদনকারীদের।
3 / 5
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই পদে নিয়োগের জন্য কোনওরকম ইন্টারভিউ দিতে হবে না প্রার্থীদের।
4 / 5
প্রতীকী ছবি
5 / 5
২০২৩ সালের ১১ জানুয়ারি ইন্টারভিউয়ের দিন নির্ধারিত হয়েছে। iicb.res.in ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন প্রার্থীরা।