Arvind Kejriwal: পড়াশোনা করেছেন IIT-তে, খুলেছেন নিজের কোম্পানিও, চেনেন কেজরীবালের কন্যা কে?
Arvind Kejriwal: ছোট থেকে অত্য়ন্ত মেধাবি। নিজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেই চোখ ধাঁধানো নম্বরও পেয়েছিলেন হর্ষিতা। আর তারপর থেকেই বাবার পথে নেমে পড়েন তিনি।

নয়াদিল্লি: বাবা আদ্যপান্ত রাজনীতিক। মা গৃহবধু। কিন্তু মাঝে খানিকের জন্য রাজনীতির আঙিনায় দেখা গিয়েছিল তাঁকে। পরিবারের অন্দরে রাজনীতি ঢুকে থাকলেও সে কিন্তু নিজে রয়েছেন অন্য় পথে। কথা হচ্ছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীবালের কন্যার। নাম হর্ষিতা কেজরীবাল।
ছোট থেকে অত্য়ন্ত মেধাবি। নিজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেই চোখ ধাঁধানো নম্বরও পেয়েছিলেন হর্ষিতা। আর তারপর থেকেই বাবার পথে নেমে পড়েন তিনি। না অরবিন্দ কেজরীবালের মতো রাজনীতির দিকে নয়। বরং, বাবার মতো IIT-এর পড়াশোনার দিকে।
কিন্তু মুখে বললেই তো পাওয়া সম্ভব নয়। চাই কঠোর পরিশ্রম। আর তা ভাল ভাবেই জানত হর্ষিতা। তাই প্রথা মেনেই লেগে পড়েন নিজের কাজে। ২০১৪ সালে অরবিন্দ কেজরীবাল যখন তিহারে জেল খাটছেন, সেই সময় ব্যাগ কাঁধে নিজের IIT-এর লক্ষ্যপূরণে টানা পরিশ্রম করেছেন হর্ষিতা। অবশেষে মিলেছে সাফল্য।
নিজের শহরের IIT থেকেই রসায়ন ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকের পড়াশোনা করেছেন তিনি। আর সেখান থেকে পড়াশোনা করে বেরিয়েই একের পর এক সংস্থায় চাকরিতে ঢোকে সে। বর্তমানে ‘বাসিল’ নামে নিজের একটি কোম্পানি খুলেছেন হর্ষিতা। সেখানে সহ-কর্ণধার হিসাবে কাজ করছেন তিনি। কী কাজ করে এই সংস্থা? জানা গিয়েছে, মূলত স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যকর লাইফস্টাইলের কাজ করে থাকে এই সংস্থা।





