Primary TET Syllabus: প্রাইমারি টেটে থাকছে নেগেটিভ মার্কিং? সিলেবাস সহ বিভিন্ন খুঁটিনাটি জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 17, 2022 | 9:30 AM

Primary TET Syllabus: পাঁচ বছর পর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

Primary TET Syllabus: প্রাইমারি টেটে থাকছে নেগেটিভ মার্কিং? সিলেবাস সহ বিভিন্ন খুঁটিনাটি জানুন বিস্তারিত
প্রতীকী ছবি

Follow Us

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education)তরফে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। রাজ্যে পাঁচ বছর পর টেটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফলে ১৮ থেকে ৪০ বছরের প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছে আবেদনের জন্য। এদিকে কিছু প্রযুক্তিগত কারণে বহু প্রার্থী এখনও নিজেদের আবেদনপত্র জমা করতে পারেননি। এরপরেও একদিনে রেকর্ড আবেদনপত্র জমা পড়েছে। আবেদন করার প্রথম দিনেই আবেদনপত্র জমা দিয়েছেন, ১ হাজার ৫০০ জন প্রার্থী। তবে যাঁরা এখনও আবেদনপত্র জমা করতে পারেননি তাঁদের চিন্তার কোনও কারণ নেই। আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়া যাবে।

এদিকে ইতিমধ্যেই হাজার হাজার আবেদনপত্র জমা পড়ে গিয়েছে। পরীক্ষার দিনেরও ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১১ ডিসেম্বরই টেট। তবে তার জন্য তো প্রস্তুতিও দরকার। এই পরীক্ষার সিলেবাস (Primar TET Syllabus) এবং কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আলোচনা করা হল। সবার আগে জানা দরকার কত নম্বরে এই পরীক্ষা হয়। আর মোট নম্বরের মধ্যে কত নম্বর পেলে সেই প্রার্থীকে এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে? প্রথম প্রশ্নের জবাব হল, মোট ১৫০ নম্বরের হতে পারে টেট। এর মধ্যে যাঁরা ৬০ শতাংশ নম্বর পাবেন তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ, তাঁদের ১৫০-র মধ্যে ৯০ পেতেই হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য এই নম্বর খানিকটা কম।

কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকে টেটে? পূর্ববর্তী টেট পরীক্ষা অনুমান করা যায় এই টেটে মোট ৫ টি বিষয় কভার করা হবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, শিশু বিকাশ ও পরিবেশ। প্রত্যেক বিষয় থেকে ৩০ নম্বর করে প্রশ্ন থাকতে পারে। ১ নম্বরের ১৫০ টা প্রশ্ন আসতে পারে। পরীক্ষার্থীদের সবথেকে বড় খবর হল এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।

বাংলা: বাংলা ব্যকরণের মধ্যে ধ্বনি ও বর্ণ, পদ পরিবর্তন, লিঙ্গ, বচন, পুরুষ, ক্রিয়ার কাল, বাক্য, সন্ধি, উদ্দেশ্য ও বিধেয়,সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীত শব্দ, বোধ পরীক্ষণ, ছেদ, কারক, বিভক্তি, সমাস আসতে পারে।

ইংরেজি: Article, Noun, Pronoun, Verb, Adverb, Adjectives, Tense, Vocabulary, Prepositions, Vocabulary, Comprehension থাকবে পরীক্ষায়।

অঙ্ক: সংখ্যাতত্ত্ব, ল.সা.গু-গ.সা.গু, অনুপাত, গড়, অংশীদারি কারবার, মিশ্রণ, শতাংশ, লাভ-ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় ও কাজ, সময় ও দূরত্ব, সরলীকরণ, বর্গমূল ও ঘনমূল, পরিমিতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।

শিশুবিকাশ: শিশু বিকাশের মূল নীতি, সামাজিকীকরণের প্রক্রিয়া, ভাষা ও চিন্তন, লিঙ্গ ও লিঙ্গ বৈষম্য সহ একাধিক বিষয় থেকে প্রশ্ন আসতে পারে।

পরিবেশ বিদ্যা: এর মধ্যে পরিবেশের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ, বাস্তুতন্ত্র, উদ্ভিদজগৎ, প্রাণীজগৎ, জীববৈচিত্র্য, পরিবেশ আন্দোলন, পরিবেশগত সমস্যা, পরিবেশন আইন, বর্জ ব্যবস্থাপনা সহ একাধিক বিষয় থেকে প্রশ্ন থাকতে পারে।

Next Article