E-Learning: কেরিয়ার গড়তে পড়ুয়াদের কাছে গুরুত্ব পাচ্ছে ই-লার্নিং! কেন জানেন?

E-Learning: কোভিডের সময় থেকে শুরু। ই-লার্নিং-এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পাল্টে দিচ্ছে কেরিয়ারের গতিপথ। সহজলভ্য ও কম খরচে দক্ষ হয়ে ওঠা এবং কেরিয়ারে উন্নতির পথ খুঁজে পাচ্ছেন বহু পড়ূয়া।

E-Learning: কেরিয়ার গড়তে পড়ুয়াদের কাছে গুরুত্ব পাচ্ছে ই-লার্নিং! কেন জানেন?

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 03, 2025 | 5:56 PM

কোভিডের সময় থেকে শুরু। ই-লার্নিং-এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পাল্টে দিচ্ছে কেরিয়ারের গতিপথ। সহজলভ্য ও কম খরচে দক্ষ হয়ে ওঠা এবং কেরিয়ারে উন্নতির পথ খুঁজে পাচ্ছেন বহু পড়ূয়া। ই-লার্নিং সময় বাঁচায়, নতুন বিষয় সহজে শেখার সুযোগ দেয়, শিল্পের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে এবং কেরিয়ার পরিবর্তনের পথকে সহজ করে তোলে। পাশাপাশি, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকার জন্য প্রস্তুত করে তোলে।

বিশেষজ্ঞরা বলছেন, চাকরির পরিবেশ যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাতে প্রচলিত শিক্ষাব্যবস্থা নতুন দক্ষতার চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। শিল্পজগতের প্রয়োজন ও কলেজের পাঠ্যক্রমের মধ্যে যে ফারাক, তা ই-লার্নিং-এর জনপ্রিয়তা বাড়াচ্ছে। এই প্ল্যাটফর্মগুলো পেশাদার ও শিক্ষার্থীদের জন্য দক্ষতা বৃদ্ধি ও পুনরায় দক্ষতা অর্জনের সুযোগ করে দিচ্ছে, তাও একেবারে প্রাসঙ্গিক কোর্সের মাধ্যমে।

বিশেষ করে মধ্য-কেরিয়ারে থাকা ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ই-লার্নিং। এতে তাঁরা নিজের ইচ্ছেমতো সময়ে ও গতিতে শিখতে পারেন। চাকরির বাজারে দ্রুত পরিবর্তন হওয়ায়, পূর্বে অর্জিত দক্ষতা অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। সেই সময়ে এই কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখা শক্ত। তাই নতুন স্কিল শিখতে ভরসা হয়ে উঠছে ই-লার্নিং।

ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অন্যান্য দ্রুত বিকাশমান ক্ষেত্রে ইন্ডাস্ট্রি-রেকগনাইজড প্রোগ্রাম অফার করছে বিভিন্ন সংস্থা। এই কোর্স শিক্ষার সঙ্গে শিল্পজগতের চাহিদার মেলবন্ধন ঘটাচ্ছে।