
পুজোর মরসুম কাটতে না কাটতেই একের পর এর শহর জুড়ে শীতের উৎসব শুরু। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বইমেলা, গায়ে শীত মেখে সেজে ওঠে শহর কলকাতা। আর শুরু হয়ে যায় শহরবাসীর দিনগোনা। আর সেই চলচ্চিত্র উৎসবের শুরুর আগেই মিলল বইমেলার খবর। ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬ শুরু হতে চলেছে ২২ জানুয়ারি। সোমবার শহরের বুকে সেই মর্মেই হয়ে গেল সাংবাদিক সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। এবারের বইমেলার থিম দেশ আর্জেন্টিনা।
প্রতিবছরের মতো এবারের বইমেলার ঠিকানা সল্টলেকের করুণাময়ী প্রাঙ্গণে। যেখানে অংশ নেবে আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, গ্রেট বিটেন, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, ফ্রান্স। দেশের মধ্যে উপস্থিত থাকবে মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্নাটক, ওডিশাও। তবে থাকছে না বাংলাদেশ।
কলকাতার এই বইমেলা ঘিরে সাধারণের উত্তেজনার অন্ত নেই। একবছরের অপেক্ষার পালা শেষ। তাই তিন মাস আগে থেকেই প্রস্তুতি তুঙ্গে। বিপুল সংখ্যক মানুষের ঢল নামে এই মেলাকে কেন্দ্র করে। থাকে বিশাল পুলিশ বাহিনীও। ২০২৫ সালে প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী উপস্থিত হয়েছিলেন এই মেলা প্রাঙ্গণে। বই বিক্রি হয়েছিল প্রায় ২৩ কোটি টাকার।
এবারে সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। ২২ জানুয়ারি হবে উদ্বোধনী অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার উদ্বোধন করবেন। ২৩ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।